ঢাকা ১১:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সন্ত্রাসী ছোট সাজ্জাদের ৭ মামলার জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / 79

ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্না: ফাইল ছবি

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদ যে ৭ মামলায় জামিন পেয়েছিলেন, তা স্থগিত করেছেন চেম্বার জজের আদালত। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ অনীক বলেন, ‘সাজ্জাদ ও তার স্ত্রী যেসব মামলায় জামিন পেয়েছিলেন, সেগুলো স্থগিত করেছেন চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজ এ আদেশ দিয়েছেন।’

জানা গেছে, মোট ৭টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান সাজ্জাদ; আর চারটি মামলায় জামিন পান তার স্ত্রী তামান্না। গত সপ্তাহে প্রথম দফায় চারটি মামলার জামিননামা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে বিষয়টি জানাজানি হয়। এরপর গত সপ্তাহে দ্বিতীয় দফায় আরো তিনটি মামলার জামিননামা কারাগারে এসে পৌঁছায়।

এর আগে সোমবার ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে আরও একটি মামলায় (শ্যোন অ্যারেস্ট) গ্রেপ্তার দেখানো হয়েছে। চান্দগাঁও থানায় করা এসব মামলার তদন্ত কর্মকর্তা সাজ্জাদ ও তার স্ত্রীকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়েছিল। আদালতে শুনানি শেষে এ আবেদন মঞ্জুর করেন।

পরে চট্টগ্রাম মহানগর আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

প্রসঙ্গত, আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ বর্তমানে রাজশাহী কারাগারে এবং তার স্ত্রী তামান্না ফেনী কারাগারে বন্দি আছেন। সেখান থেকে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নেন তারা।

গত ১৫ মার্চ রাজধানী ঢাকা থেকে চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ এবঙ ১০ মে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকা থেকে তার স্ত্রী তামান্নাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে কারাগারে বন্দি আছেন তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সন্ত্রাসী ছোট সাজ্জাদের ৭ মামলার জামিন স্থগিত

সর্বশেষ আপডেট ০৯:৫৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদ যে ৭ মামলায় জামিন পেয়েছিলেন, তা স্থগিত করেছেন চেম্বার জজের আদালত। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ অনীক বলেন, ‘সাজ্জাদ ও তার স্ত্রী যেসব মামলায় জামিন পেয়েছিলেন, সেগুলো স্থগিত করেছেন চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজ এ আদেশ দিয়েছেন।’

জানা গেছে, মোট ৭টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান সাজ্জাদ; আর চারটি মামলায় জামিন পান তার স্ত্রী তামান্না। গত সপ্তাহে প্রথম দফায় চারটি মামলার জামিননামা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে বিষয়টি জানাজানি হয়। এরপর গত সপ্তাহে দ্বিতীয় দফায় আরো তিনটি মামলার জামিননামা কারাগারে এসে পৌঁছায়।

এর আগে সোমবার ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে আরও একটি মামলায় (শ্যোন অ্যারেস্ট) গ্রেপ্তার দেখানো হয়েছে। চান্দগাঁও থানায় করা এসব মামলার তদন্ত কর্মকর্তা সাজ্জাদ ও তার স্ত্রীকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়েছিল। আদালতে শুনানি শেষে এ আবেদন মঞ্জুর করেন।

পরে চট্টগ্রাম মহানগর আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

প্রসঙ্গত, আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ বর্তমানে রাজশাহী কারাগারে এবং তার স্ত্রী তামান্না ফেনী কারাগারে বন্দি আছেন। সেখান থেকে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নেন তারা।

গত ১৫ মার্চ রাজধানী ঢাকা থেকে চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ এবঙ ১০ মে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকা থেকে তার স্ত্রী তামান্নাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে কারাগারে বন্দি আছেন তারা।