ঢাকা ০১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সততার জন্য কোটি টাকার প্রস্তাবও ফিরিয়ে দিলেন দীপিকা

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৪৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / 73

দীপিকা পাডুকোন

মা হওয়ার পর কাজের সময় সীমা নির্ধারণের কারণে একের পর এক প্রজেক্ট হাতছাড়া হচ্ছেন দীপিকা পাড়ুকোন। এর মধ্যেই সামনে এসেছে আরও একটি তথ্য—বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব পেয়েও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা জানান, শুধুমাত্র অর্থের লোভে কোনো কাজ তিনি নিতে রাজি নন।

অভিনেত্রীর ভাষায়, কোনো প্রজেক্টে সততা বা সত্যতার অভাব থাকলে তাতে তাঁর জায়গা নেই। অনেকেই মনে করেছেন, বড় অঙ্কের পারিশ্রমিকই তাঁকে রাজি করানোর জন্য যথেষ্ট, কিন্তু দীপিকা স্পষ্ট করে দিয়েছেন—অর্থ নয়, কাজের মানই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ভবিষ্যতে হয়তো আজকের সিদ্ধান্ত নিয়ে নিজেও প্রশ্ন তুলতে পারেন। তবে বর্তমানে যা তাঁর কাছে সঠিক মনে হচ্ছে, সেটাই তিনি করছেন।

সম্প্রতি ‘স্পিরিট’ এবং ‘কাল্কি ২৮৯৮ এডি’-এর সিক্যুয়েল থেকেও বাদ পড়েছেন এই বলিউড তারকা। বর্তমানে তিনি শাহরুখ খানের সঙ্গে নতুন ছবি ‘কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সততার জন্য কোটি টাকার প্রস্তাবও ফিরিয়ে দিলেন দীপিকা

সর্বশেষ আপডেট ১১:৪৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

মা হওয়ার পর কাজের সময় সীমা নির্ধারণের কারণে একের পর এক প্রজেক্ট হাতছাড়া হচ্ছেন দীপিকা পাড়ুকোন। এর মধ্যেই সামনে এসেছে আরও একটি তথ্য—বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব পেয়েও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা জানান, শুধুমাত্র অর্থের লোভে কোনো কাজ তিনি নিতে রাজি নন।

অভিনেত্রীর ভাষায়, কোনো প্রজেক্টে সততা বা সত্যতার অভাব থাকলে তাতে তাঁর জায়গা নেই। অনেকেই মনে করেছেন, বড় অঙ্কের পারিশ্রমিকই তাঁকে রাজি করানোর জন্য যথেষ্ট, কিন্তু দীপিকা স্পষ্ট করে দিয়েছেন—অর্থ নয়, কাজের মানই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ভবিষ্যতে হয়তো আজকের সিদ্ধান্ত নিয়ে নিজেও প্রশ্ন তুলতে পারেন। তবে বর্তমানে যা তাঁর কাছে সঠিক মনে হচ্ছে, সেটাই তিনি করছেন।

সম্প্রতি ‘স্পিরিট’ এবং ‘কাল্কি ২৮৯৮ এডি’-এর সিক্যুয়েল থেকেও বাদ পড়েছেন এই বলিউড তারকা। বর্তমানে তিনি শাহরুখ খানের সঙ্গে নতুন ছবি ‘কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।