ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সচিবালয়ে হামলা ও হত্যাচেষ্টার মামলায় আসামি প্রায় ১২০০

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / 152

সচিবালয়ে হামলা

সচিবালয়ে ঢুকে গাড়ি ভাঙচুর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার অভিযোগে অজ্ঞাতনামা এক হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান মামলার এজাহার গ্রহণ করে আগামী ২৮ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন।

মামলাটি করেছেন বাংলাদেশ সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক (এসআই) গোলাম মুক্তি মাহমুদ। তিনি মঙ্গলবার (২২ জুলাই) রাতেই এই অভিযোগে মামলা দায়ের করেন। এজাহারে বলা হয়েছে, ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থী এবং কিছু স্বার্থান্বেষী দুষ্কৃতকারী মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষা পেছানোসহ নানা দাবিতে “মার্চ টু এডুকেশন মিনিস্ট্রি” কর্মসূচি পালন করেন।

প্রথমে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড ও শিক্ষাভবনের দিকে অগ্রসর হন। পরে তারা শিক্ষাভবন থেকে সচিবালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেন। নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের সব ফটক বন্ধ করে দেওয়া হয়। তবে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে মূল গেট পর্যন্ত পৌঁছে যান। এসময় পুলিশ, সেনাবাহিনী ও আনসার বাহিনীর সদস্যদের বাধা দেওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীরা ইট-পাটকেল ছোড়ে, লাঠিসোঁটা দিয়ে আঘাত করে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যাচেষ্টাও চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এই ঘটনায় অনেকে আহত হন এবং সচিবালয়ের ভেতরে থাকা সরকারি যানবাহন ও সম্পত্তি ভাঙচুর করা হয়। একই সঙ্গে হুমকি ও ভীতিপ্রদর্শনের ঘটনাও ঘটে। মামলায় এক হাজার থেকে এক হাজার দুইশো জনকে আসামি করা হয়েছে, যাদের বেশিরভাগই অজ্ঞাতনামা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সচিবালয়ে হামলা ও হত্যাচেষ্টার মামলায় আসামি প্রায় ১২০০

সর্বশেষ আপডেট ০৯:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

সচিবালয়ে ঢুকে গাড়ি ভাঙচুর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার অভিযোগে অজ্ঞাতনামা এক হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান মামলার এজাহার গ্রহণ করে আগামী ২৮ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন।

মামলাটি করেছেন বাংলাদেশ সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক (এসআই) গোলাম মুক্তি মাহমুদ। তিনি মঙ্গলবার (২২ জুলাই) রাতেই এই অভিযোগে মামলা দায়ের করেন। এজাহারে বলা হয়েছে, ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থী এবং কিছু স্বার্থান্বেষী দুষ্কৃতকারী মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষা পেছানোসহ নানা দাবিতে “মার্চ টু এডুকেশন মিনিস্ট্রি” কর্মসূচি পালন করেন।

প্রথমে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড ও শিক্ষাভবনের দিকে অগ্রসর হন। পরে তারা শিক্ষাভবন থেকে সচিবালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেন। নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের সব ফটক বন্ধ করে দেওয়া হয়। তবে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে মূল গেট পর্যন্ত পৌঁছে যান। এসময় পুলিশ, সেনাবাহিনী ও আনসার বাহিনীর সদস্যদের বাধা দেওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীরা ইট-পাটকেল ছোড়ে, লাঠিসোঁটা দিয়ে আঘাত করে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যাচেষ্টাও চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এই ঘটনায় অনেকে আহত হন এবং সচিবালয়ের ভেতরে থাকা সরকারি যানবাহন ও সম্পত্তি ভাঙচুর করা হয়। একই সঙ্গে হুমকি ও ভীতিপ্রদর্শনের ঘটনাও ঘটে। মামলায় এক হাজার থেকে এক হাজার দুইশো জনকে আসামি করা হয়েছে, যাদের বেশিরভাগই অজ্ঞাতনামা।