ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:১৪:০১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 121

সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ অব্যাহত

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে আজ রোববারও বিক্ষোভ করেছেন সচিবালয়ের কর্মচারীরা। সকাল ১১টার দিকে ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় তারা বিক্ষোভ মিছিল শুরু করেন।

বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম জানান, বিক্ষোভ শেষে অধ্যাদেশ বাতিলের দাবিতে উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মুহাম্মদ ফাওজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, ২৫ মে জারি করা ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এ চার ধরনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করার বিধান রাখা হয়েছে।

এই অধ্যাদেশের খসড়া ২২ মে উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের পর ২৪ মে থেকেই সচিবালয়ে সব সংগঠন মিলিতভাবে আন্দোলন শুরু করে। কর্মচারীরা একে “নিবর্তনমূলক ও কালো আইন” হিসেবে আখ্যায়িত করেছেন।

গত মঙ্গলবার আন্দোলনকারী কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ কয়েকজন সচিব। সিদ্ধান্ত হয়, আন্দোলনের বিষয়টি মন্ত্রিপরিষদ সচিবকে জানানো হবে।

পরে বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদের সঙ্গে বৈঠক করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। বৈঠক শেষে তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশে ফিরলে তার কাছে কর্মচারীদের দাবি উপস্থাপন করা হবে।

পরবর্তীতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সচিবালয়সহ সারা দেশে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেন সরকারি কর্মচারীরা। আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নেতারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ অব্যাহত

সর্বশেষ আপডেট ১২:১৪:০১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে আজ রোববারও বিক্ষোভ করেছেন সচিবালয়ের কর্মচারীরা। সকাল ১১টার দিকে ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় তারা বিক্ষোভ মিছিল শুরু করেন।

বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম জানান, বিক্ষোভ শেষে অধ্যাদেশ বাতিলের দাবিতে উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মুহাম্মদ ফাওজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, ২৫ মে জারি করা ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এ চার ধরনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করার বিধান রাখা হয়েছে।

এই অধ্যাদেশের খসড়া ২২ মে উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের পর ২৪ মে থেকেই সচিবালয়ে সব সংগঠন মিলিতভাবে আন্দোলন শুরু করে। কর্মচারীরা একে “নিবর্তনমূলক ও কালো আইন” হিসেবে আখ্যায়িত করেছেন।

গত মঙ্গলবার আন্দোলনকারী কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ কয়েকজন সচিব। সিদ্ধান্ত হয়, আন্দোলনের বিষয়টি মন্ত্রিপরিষদ সচিবকে জানানো হবে।

পরে বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদের সঙ্গে বৈঠক করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। বৈঠক শেষে তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশে ফিরলে তার কাছে কর্মচারীদের দাবি উপস্থাপন করা হবে।

পরবর্তীতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সচিবালয়সহ সারা দেশে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেন সরকারি কর্মচারীরা। আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নেতারা।