সকালে নিখোঁজ রাতে মরদেহ উদ্ধার শিশুর
- সর্বশেষ আপডেট ১১:২০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / 138
সকালে নিখোঁজ হয়ে রাতে মরদেহ হয়ে ফিরে আসলো সাইমা আক্তার সাবা (৩) নামের এক শিশু। বুধবার (৩ ডিসেম্বর) ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামে ঘটনাটি ঘটে। শিশু সাইমা আক্তার সাবা ওই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।
এদিন সকালে নিখোঁজ হয়েছিল ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের মেয়েটি। পরে, রাত সাড়ে ৯টার সময় প্রতিবেশীর ঘরের মধ্যে তার মরদেহের সন্ধান মেলে। পুলিশের ধারণা, সাবাকে হত্যা করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার এসআই মনোজ কুমার ঘোষ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকাল ৮টার দিকে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সাবা। এ ঘটনায় একটি জিডি করেন শিশুটির পিতা সাইদুল। এরপর আশপাশের পুকুরে তল্লাশি চালিয়ে শিশুটির খোঁজ করা হলেও সন্ধ্যা পর্যন্ত কোনো খোঁজ মেলেনি।
পরবর্তীতে, বুধবার রাত ১০টার দিকে পবহাটী গ্রামের মাসুদের বাড়িতে শিশুটির মরদেহ মেলে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে বলে পুলিশ সন্দেহ করছে। এ ঘটনায় প্রতিবেশী মাসুদের স্ত্রী শান্তনা খাতুনকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
এদিকে, ফুটফুটে কন্যা শিশু সাইমা আক্তার সাবার মরদেহ উদ্ধারের পর পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির পিতামাতা কন্যা শোকে হতবিহ্বল। এ সময়, গ্রামবাসী সঠিক তদন্ত করে প্রকৃত খুনিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।



































