সংসদ ভবনে সংঘর্ষের ঘটনায় ৪ মামলা, গ্রেপ্তার ১
- সর্বশেষ আপডেট ১২:৪৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / 82
জুলাই সনদ স্বাক্ষরের দিনে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনায় ৪টি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে রিমন চন্দ্র বর্মন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে রাজধানীর শেরেবাংলা থানায় পুলিশ বাদী হয়ে এই মামলাগুলো দায়ের করে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে এই মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক। তিনি জানান, ঘটনার প্রেক্ষিতে মোট ৪টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে একটি সংরক্ষিত এলাকায় জোরপূর্বক প্রবেশের, বাকি তিনটি হলো পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও কন্ট্রোল রুমে অগ্নিসংযোগের মামলা।
শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের একাংশ তাদের স্বীকৃতি, শহীদ ও আহতদের মৌলিক অধিকার নিশ্চিতকরণ, সুরক্ষা আইন প্রণয়ন এবং দায়মুক্তি নিশ্চিতকরণের জন্য তিন দফা দাবি নিয়ে উপস্থিত হয়। একপর্যায়ে নির্ধারিত সময়ের আগেই কয়েক শত জুলাই যোদ্ধা গেট ভেঙে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ভেতরে প্রবেশ করে।
প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তাদের বেরিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে। পুলিশ অনুরোধে কোনো সাড়া না পাওয়ায় লাঠিপেটার মাধ্যমে তাদের সরানো হয়। এই পরিস্থিতিতে জুলাই যোদ্ধা ও পুলিশ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে পুলিশের গাড়ি ভাঙচুর এবং কন্ট্রোল রুমে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘর্ষে পুলিশের অন্তত ১০ জন এবং জুলাই যোদ্ধাদের ৩০ জন আহত হয়।
জুলাই যোদ্ধা সংসদ নামে একটি সংগঠন এই ঘটনাকে পুলিশি হামলা উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে। এছাড়া তিন দফা দাবি বাস্তবায়ন ও হামলার প্রতিবাদে রোববার (১৯ অক্টোবর) সারা দেশের সড়ক ও মহাসড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
































