ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আমীর খসরু মাহমুদ চৌধুরী

সংবিধান সংশোধন সম্ভব শুধু সংসদের মাধ্যমেই

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:২৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / 89

আমীর খসরু মাহমুদ চৌধুরী

সংবিধান সংশোধন করতে হলে তা অবশ্যই সংসদে করতে হবে; সংবিধানের বাইরে সংশোধনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

শনিবার (২ আগস্ট) রাজধানীতে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “সংবিধান সংশোধন নিয়ে আলোচনা চলছে। তবে কোনো সংশোধন সংসদের মাধ্যমেই হতে হবে। এজন্য প্রত্যেক দলকে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায়, স্বচ্ছতার ভিত্তিতে পরিবর্তন আনতে হবে, সংসদের বাইরের কোনো পথ গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “যারা নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়, তারা আসলে গণতন্ত্র ও সংসদীয় পদ্ধতিতে বিশ্বাস করে না। তারা নিজেরাও জানে না, কোন পথে যাবে।”

দেশে কাঙ্ক্ষিত রাজনৈতিক সংস্কার তখনই সফল হবে, যদি রাজনৈতিক সংস্কৃতিই পরিবর্তন করা যায়; এমন মন্তব্য করে তিনি বলেন, “অপরের মতকে সম্মান দিতে হবে, সহনশীল হতে হবে। জাতীয় স্বার্থে ঐক্য দরকার যেখানে, সেখানে ঐক্য গড়ে তুলতে হবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী

সংবিধান সংশোধন সম্ভব শুধু সংসদের মাধ্যমেই

সর্বশেষ আপডেট ০৫:২৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

সংবিধান সংশোধন করতে হলে তা অবশ্যই সংসদে করতে হবে; সংবিধানের বাইরে সংশোধনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

শনিবার (২ আগস্ট) রাজধানীতে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “সংবিধান সংশোধন নিয়ে আলোচনা চলছে। তবে কোনো সংশোধন সংসদের মাধ্যমেই হতে হবে। এজন্য প্রত্যেক দলকে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায়, স্বচ্ছতার ভিত্তিতে পরিবর্তন আনতে হবে, সংসদের বাইরের কোনো পথ গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “যারা নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়, তারা আসলে গণতন্ত্র ও সংসদীয় পদ্ধতিতে বিশ্বাস করে না। তারা নিজেরাও জানে না, কোন পথে যাবে।”

দেশে কাঙ্ক্ষিত রাজনৈতিক সংস্কার তখনই সফল হবে, যদি রাজনৈতিক সংস্কৃতিই পরিবর্তন করা যায়; এমন মন্তব্য করে তিনি বলেন, “অপরের মতকে সম্মান দিতে হবে, সহনশীল হতে হবে। জাতীয় স্বার্থে ঐক্য দরকার যেখানে, সেখানে ঐক্য গড়ে তুলতে হবে।”