ঢাকা ০৮:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ সম্মেলন পেছালেন বিএনপি নেতা ইশরাক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৫৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 97

অনিবার্য কারণে নির্ধারিত সময়ের পরিবর্তন করে আগামীকাল বুধবার (২৫ জুন) সংবাদ সম্মেলন করবেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার (২৪ জুন) বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে সংবাদ সম্মেলনটি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। ইশরাকের মিডিয়া সেল জানিয়েছে, বুধবার দুপুর ১২টায় একই স্থানে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চলমান আন্দোলন, সেবা কার্যক্রম এবং ঢাকাবাসীর দুর্ভোগ নিয়ে সম্প্রতি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বিতর্কিত মন্তব্য ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। ইশরাক হোসেন এসব বিষয়ে দলের অবস্থান তুলে ধরবেন বলে জানা গেছে।

এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর সোমবার (২৩ জুন) থেকে খুলে দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের প্রধান ফটক। পুনরায় চালু হয়েছে সেবা কার্যক্রমও। ইশরাক অনুসারীদের অবস্থান কর্মসূচিও চলছে।

এর আগে গত ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত ইশরাকপন্থি কর্মচারীরা নগরভবনের মূল ফটক বন্ধ করে দিয়ে প্রতিটি বিভাগে তালা ঝুলিয়ে দেন, যার ফলে সব ধরনের নাগরিক সেবা বন্ধ হয়ে যায়। ঈদ বিরতির পর ১৫ জুন থেকে তারা আবারো সেখানে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি শুরু করে। গত পরশু পর্যন্ত নগর ভবনের ফটক তালাবদ্ধ ছিল। অবশেষে গতকাল তালা খুলে দিয়ে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংবাদ সম্মেলন পেছালেন বিএনপি নেতা ইশরাক

সর্বশেষ আপডেট ০৮:৫৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

অনিবার্য কারণে নির্ধারিত সময়ের পরিবর্তন করে আগামীকাল বুধবার (২৫ জুন) সংবাদ সম্মেলন করবেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার (২৪ জুন) বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে সংবাদ সম্মেলনটি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। ইশরাকের মিডিয়া সেল জানিয়েছে, বুধবার দুপুর ১২টায় একই স্থানে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চলমান আন্দোলন, সেবা কার্যক্রম এবং ঢাকাবাসীর দুর্ভোগ নিয়ে সম্প্রতি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বিতর্কিত মন্তব্য ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। ইশরাক হোসেন এসব বিষয়ে দলের অবস্থান তুলে ধরবেন বলে জানা গেছে।

এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর সোমবার (২৩ জুন) থেকে খুলে দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের প্রধান ফটক। পুনরায় চালু হয়েছে সেবা কার্যক্রমও। ইশরাক অনুসারীদের অবস্থান কর্মসূচিও চলছে।

এর আগে গত ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত ইশরাকপন্থি কর্মচারীরা নগরভবনের মূল ফটক বন্ধ করে দিয়ে প্রতিটি বিভাগে তালা ঝুলিয়ে দেন, যার ফলে সব ধরনের নাগরিক সেবা বন্ধ হয়ে যায়। ঈদ বিরতির পর ১৫ জুন থেকে তারা আবারো সেখানে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি শুরু করে। গত পরশু পর্যন্ত নগর ভবনের ফটক তালাবদ্ধ ছিল। অবশেষে গতকাল তালা খুলে দিয়ে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।