ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সংকট কাটেনি, বাস্তবায়ন চাই: রিজভী

সিনিয়র প্রতিবেদক, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৭:৩০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 103

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক সংকট এখনো কাটেনি। নির্বাচন নিয়ে সরকারের দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, শুধু ঘোষণা নয়—গণতন্ত্রের পথে বাস্তব অগ্রগতি দেখতে চায় জনগণ।

বুধবার সকালে নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

তিনি প্রশ্ন তোলেন, ‘যারা গায়েবি মামলা ও নির্যাতনের মাধ্যমে হাজার হাজার নেতা-কর্মীর জীবন সংকটে ফেলেছে, তাদের এখনো বিচারের মুখোমুখি করা হয়নি কেন?’

রিজভীর ভাষায়, ‘সরকারের নিরপেক্ষতা আজ প্রশ্নবিদ্ধ। এই সংকট সমাধানে সংলাপ ও সদিচ্ছার প্রয়োজন।’

তিনি দাবি করেন, বিএনপিকে দুর্বল করতে বহু চক্রান্ত হয়েছে, কিন্তু বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে তা ব্যর্থ হয়েছে। বরং দল আরও সুসংগঠিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রসঙ্গে রিজভী বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই এখনও চলছে। গণতন্ত্রের সৌধ নির্মাণ করতে হবে ঐক্যবদ্ধভাবে।’

স্বাস্থ্য সংকট নিয়ে রিজভী বলেন, ‘ডেঙ্গু ও করোনার মতো মহামারী মোকাবেলায় সরকারের উচিত জাতীয় টাস্কফোর্স গঠন করা।’

এ সময় উপস্থিত ছিলেন—নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি, কেন্দ্রীয় নেতা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, জয়নাল আবদেীন, হাবিবুল ইসলাম হাবিব ও আব্দুল কাদের ভুইয়া জুয়েলসহ স্থানীয় নেতারা। নবনির্বাচিত নেতাদের শপথ বাক্য পাঠ করান রিজভী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংকট কাটেনি, বাস্তবায়ন চাই: রিজভী

সর্বশেষ আপডেট ০৭:৩০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক সংকট এখনো কাটেনি। নির্বাচন নিয়ে সরকারের দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, শুধু ঘোষণা নয়—গণতন্ত্রের পথে বাস্তব অগ্রগতি দেখতে চায় জনগণ।

বুধবার সকালে নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

তিনি প্রশ্ন তোলেন, ‘যারা গায়েবি মামলা ও নির্যাতনের মাধ্যমে হাজার হাজার নেতা-কর্মীর জীবন সংকটে ফেলেছে, তাদের এখনো বিচারের মুখোমুখি করা হয়নি কেন?’

রিজভীর ভাষায়, ‘সরকারের নিরপেক্ষতা আজ প্রশ্নবিদ্ধ। এই সংকট সমাধানে সংলাপ ও সদিচ্ছার প্রয়োজন।’

তিনি দাবি করেন, বিএনপিকে দুর্বল করতে বহু চক্রান্ত হয়েছে, কিন্তু বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে তা ব্যর্থ হয়েছে। বরং দল আরও সুসংগঠিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রসঙ্গে রিজভী বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই এখনও চলছে। গণতন্ত্রের সৌধ নির্মাণ করতে হবে ঐক্যবদ্ধভাবে।’

স্বাস্থ্য সংকট নিয়ে রিজভী বলেন, ‘ডেঙ্গু ও করোনার মতো মহামারী মোকাবেলায় সরকারের উচিত জাতীয় টাস্কফোর্স গঠন করা।’

এ সময় উপস্থিত ছিলেন—নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি, কেন্দ্রীয় নেতা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, জয়নাল আবদেীন, হাবিবুল ইসলাম হাবিব ও আব্দুল কাদের ভুইয়া জুয়েলসহ স্থানীয় নেতারা। নবনির্বাচিত নেতাদের শপথ বাক্য পাঠ করান রিজভী।