শ্রীলঙ্কার বিপক্ষে এক জয়েই সুখবর পাবে বাংলাদেশ
- সর্বশেষ আপডেট ১২:১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / 123
টেস্ট সিরিজে হারের ক্ষত ভুলে এবার ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যেখানে প্রথমবারের মতো পূর্ণকালীন ওয়ানডে অধিনায়ক হিসেবে মাঠে নামবেন মেহেদী হাসান মিরাজ।
আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে বর্তমানে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে বাংলাদেশ। তবে এই সিরিজে অন্তত একটি ম্যাচ জিতলেই নবম স্থানে উঠে আসবে টাইগাররা। কারণ তখন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সমান ৭৭ রেটিং পাবে বাংলাদেশ, কিন্তু ভগ্নাংশের হিসেবে এগিয়ে থাকায় নবম স্থান নিশ্চিত হবে।
তবে সিরিজে হোয়াইটওয়াশ করলেও আট নম্বরের ওপরে উঠতে পারবে না বাংলাদেশ। সেক্ষেত্রে সর্বোচ্চ ৮৩ রেটিং পাওয়া সম্ভব, যা নবম স্থানেই রাখবে দলটিকে। অন্যদিকে, সিরিজে হোয়াইটওয়াশ হলে ২ রেটিং হারিয়ে ৭৪ রেটিংয়ে ফিরে যাবে বাংলাদেশ, ফলে দশম স্থানেই থাকতে হবে।
অন্যদিকে, শক্তিশালী শ্রীলঙ্কা এখন ১০৪ রেটিং নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। তবে বাংলাদেশের কাছে সিরিজ হারলে, এমনকি মাত্র একটি ম্যাচ হারলেও তারা পঞ্চম স্থানে নেমে যাবে। র্যাঙ্কিং ধরে রাখতে চাইলে টাইগারদের হোয়াইটওয়াশ করতেই হবে লঙ্কানদের।
































