ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রাবন্তী বললেন, এবার আর হুট করব না! কেন?

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৫০:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / 680

শ্রাবন্তী বললেন, এবার আর হুট করব না! কেন?

২০২১ সালের ১১ নভেম্বর বিজেপি ছাড়ার ঘোষণা দেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মাসখানেকের মধ্যেই যোগ দেন তৃণমূল কংগ্রেসে। এরপর থেকেই আলোচনা; তৃণমূলের টিকিটে বিধানসভা নির্বাচনে লড়বেন কি না তিনি। এবার এই বিষয়ে সরাসরি নিজের অবস্থান জানালেন শ্রাবন্তী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাকে প্রার্থী হিসেবে চান, তাহলে কি তিনি রাজনীতির ময়দানে নামবেন?

জবাবে শ্রাবন্তী বলেন, “সেটা আমি এখনই বলতে পারব না। তবে সময় এলে দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেব। আমি রাজনীতি সম্পর্কে খুব বেশি জানি না। যদি কখনও এমন সুযোগ আসে, কিংবা আমাকে যোগ্য মনে করা হয়, তাহলে আগে বিষয়টা বুঝে, নিজেকে প্রস্তুত করে তবেই সিদ্ধান্ত নেব। না হলে যাব না।”

বিজেপির হয়ে নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, “শুধু হেরে যাওয়াই কারণ নয়, বরং অভিজ্ঞতাই ভালো ছিল না। তাই দল ছেড়েছি।”

তার ভাষায়, “আগে আমি হুট করে যেটা করেছিলাম এবার সেটা করব না। ভেবেছিলাম আমি জিতব। ইচ্ছে ছিল; বেহালা পশ্চিম আমার এলাকা, আমি ওখানেই ভোট দিই। সব মিলিয়ে খুব উত্তেজিত ছিলাম। তবে জনগণ যা ভেবেছেন, সেটাই করেছেন। তাঁদের প্রতি আমার কোনো আক্ষেপ নেই। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ।”

রাজনীতিতে সক্রিয় থাকলেও অভিনয় ছাড়ছেন না শ্রাবন্তী। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘রবীন্দ্র কাব্যরহস্য’, যেখানে তার বিপরীতে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। ছবিটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল।

চলচ্চিত্রপ্রেমীদের জন্য অপেক্ষা করছে ‘দেবী চৌধুরাণী’, যেখানে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আর শ্রাবন্তী রয়েছেন কেন্দ্রীয় ভূমিকায়।

 

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শ্রাবন্তী বললেন, এবার আর হুট করব না! কেন?

সর্বশেষ আপডেট ০৮:৫০:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

২০২১ সালের ১১ নভেম্বর বিজেপি ছাড়ার ঘোষণা দেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মাসখানেকের মধ্যেই যোগ দেন তৃণমূল কংগ্রেসে। এরপর থেকেই আলোচনা; তৃণমূলের টিকিটে বিধানসভা নির্বাচনে লড়বেন কি না তিনি। এবার এই বিষয়ে সরাসরি নিজের অবস্থান জানালেন শ্রাবন্তী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাকে প্রার্থী হিসেবে চান, তাহলে কি তিনি রাজনীতির ময়দানে নামবেন?

জবাবে শ্রাবন্তী বলেন, “সেটা আমি এখনই বলতে পারব না। তবে সময় এলে দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেব। আমি রাজনীতি সম্পর্কে খুব বেশি জানি না। যদি কখনও এমন সুযোগ আসে, কিংবা আমাকে যোগ্য মনে করা হয়, তাহলে আগে বিষয়টা বুঝে, নিজেকে প্রস্তুত করে তবেই সিদ্ধান্ত নেব। না হলে যাব না।”

বিজেপির হয়ে নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, “শুধু হেরে যাওয়াই কারণ নয়, বরং অভিজ্ঞতাই ভালো ছিল না। তাই দল ছেড়েছি।”

তার ভাষায়, “আগে আমি হুট করে যেটা করেছিলাম এবার সেটা করব না। ভেবেছিলাম আমি জিতব। ইচ্ছে ছিল; বেহালা পশ্চিম আমার এলাকা, আমি ওখানেই ভোট দিই। সব মিলিয়ে খুব উত্তেজিত ছিলাম। তবে জনগণ যা ভেবেছেন, সেটাই করেছেন। তাঁদের প্রতি আমার কোনো আক্ষেপ নেই। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ।”

রাজনীতিতে সক্রিয় থাকলেও অভিনয় ছাড়ছেন না শ্রাবন্তী। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘রবীন্দ্র কাব্যরহস্য’, যেখানে তার বিপরীতে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। ছবিটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল।

চলচ্চিত্রপ্রেমীদের জন্য অপেক্ষা করছে ‘দেবী চৌধুরাণী’, যেখানে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আর শ্রাবন্তী রয়েছেন কেন্দ্রীয় ভূমিকায়।