আলিয়া ভাট ও অনন্যা পাণ্ডের চেয়ে অনেক বেশি পারিশ্রমিক নেন শ্রদ্ধা কাপুর – এমনই দাবি করেছেন তাঁর বাবা, বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুর। সম্প্রতি বলিউডে গুঞ্জন ছড়ায়, ‘স্ত্রী’খ্যাত অভিনেত্রী নাকি আলিয়া বা অনন্যার মতো নিয়মিত কাজ পাচ্ছেন না। সেই জল্পনার জবাব দিতে গিয়ে শক্তি কাপুর স্পষ্ট জানিয়েছেন, শ্রদ্ধা কাজের অভাবে নয়, বরং বেছে বেছে সিনেমা করেন বলেই তাঁকে কম দেখা যায়।
আরও পড়তে পারেন
শক্তি কাপুর বলেন, “ও এমনিতেই কম ছবিতে কাজ করে। যেটি করে, সেটিই যেন সেরা হয় – এই দিকেই ওর মনোযোগ। পারিশ্রমিকের দিক থেকেও ও আলিয়া বা অনন্যার চেয়ে অনেক বেশি টাকা নেয়।”






































