ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শ্যামনগরে ৪৫ কেজি হরিণের মাংস জব্দ

নিজস্ব প্রতিবদেক, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০৫:১৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 122

শ্যামনগরে ৪৫ কেজি হরিণের মাংস জব্দ। ছবি: প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি হরিণের পা জব্দ করেছে কোস্ট গার্ড। তবে অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় শিকারীরা। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কৈখালী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। শ্যামনগর থানার পার্শেখালী ব্রিজ সংলগ্ন এলাকায় সন্দেহজনক অবস্থায় একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় হরিণ শিকারীরা। পরে ব্যাগটি তল্লাশি করে হরিণের কাটা মাংস ও পা উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা হরিণের মাংস ও পা আইনগত ব্যবস্থা নিতে টেংরাখালী টহল ফাঁড়ির ফরেস্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় কোস্ট গার্ড সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে এবং হরিণ শিকার ও বন্যপ্রাণী পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শ্যামনগরে ৪৫ কেজি হরিণের মাংস জব্দ

সর্বশেষ আপডেট ০৫:১৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি হরিণের পা জব্দ করেছে কোস্ট গার্ড। তবে অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় শিকারীরা। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কৈখালী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। শ্যামনগর থানার পার্শেখালী ব্রিজ সংলগ্ন এলাকায় সন্দেহজনক অবস্থায় একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় হরিণ শিকারীরা। পরে ব্যাগটি তল্লাশি করে হরিণের কাটা মাংস ও পা উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা হরিণের মাংস ও পা আইনগত ব্যবস্থা নিতে টেংরাখালী টহল ফাঁড়ির ফরেস্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় কোস্ট গার্ড সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে এবং হরিণ শিকার ও বন্যপ্রাণী পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।