শ্যামনগরে সেনা অভিযানে ৫০ লাখ টাকার চোরাই মাল জব্দ
- সর্বশেষ আপডেট ১২:৪৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / 127
সাতক্ষীরার শ্যামনগরে সেনাবাহিনীর অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ পাতা বিড়ি, ক্যান্সারের ওষুধসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল জব্দ হয়েছে। এ সময় চার চোরাকারবারিকে আটক করা হয়।
সেনাবাহিনী জানায়, গত ৭ আগস্ট জলদস্যু যামু ও তার সহযোগীদের অস্ত্র ও গোলাবারুদসহ আটকের ঘটনায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৮ আগস্ট গভীর রাতে সুন্দরবনের অভ্যন্তরে অভিযান চালানো হয়। কালিগঞ্জ সেনা ক্যাম্পের অভিযান দল সুন্দরবনের একটি খাল থেকে চারজন চোরাকারবারিকে আটক করে এবং ১৫ বস্তা চোরাই মাল উদ্ধার করে।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—ভারতীয় পাতা বিড়ি ১২,০০,৮০০ পিস, ক্যান্সারের ওষুধ (Methoxsalen 10 mg, Valganciclovir P 450 mg, Defrijet 500 mg) ২৬,২৩০ পিস এবং অন্যান্য ওষুধ ৯৮২ পিস। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকার বেশি।
আটকরা হলেন—কৈখালী গ্রামের আজিজুল হক (৩৮), ভেটখালীর আশরাফ (২৮), পৈষাখালীর সোবহান মোল্লা (৪০) এবং কৈখালীর দেলোয়ার (৪৮)। তারা সবাই সুন্দরবন এলাকার কুখ্যাত চোরাচালান চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে চোরাচালান ও মানবপাচারের সঙ্গে জড়িত বলে জানায় সেনা কর্তৃপক্ষ।
অভিযান শেষে আটক আসামি ও জব্দকৃত মালামাল শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

































