শ্বশুর ও পুত্রবধূকে গলা কেটে হত্যা
- সর্বশেষ আপডেট ১২:০৩:০০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / 204
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরে ঘরে ঢুকে এক শ্বশুর ও পুত্রবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে উপজেলার লক্ষীমণ্ডল গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন—আফতাব আলী ও তাঁর পুত্রবধূ রিভা আক্তার। নিহত আফতাবের ছেলে শাহজাহান বর্তমানে কর্মসূত্রে সৌদি আরবে রয়েছেন। তিনি দেশে না থাকায় আফতাব আলী, রিভা ও পাঁচ বছরের নাতনি মালিহাকে নিয়ে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খাওয়াদাওয়ার পর সবাই নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। আজ সকালে শিশু মালিহা ঘুম থেকে উঠে মায়ের নিথর দেহ দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করে। পরে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ঘরে ঢুকে আফতাবকে দড়ি দিয়ে ও রিভাকে ওড়না দিয়ে গলায় ফাস দিয়ে তারপর কেটে হত্যা করে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হত্যার কারণ হিসেবে পারিবারিক বিরোধ, পূর্বশত্রুতা কিংবা চুরির উদ্দেশ্যে হামলার সম্ভাব্য সব দিক বিবেচনায় তদন্ত চলছে বলে জানান ওসি। পাশাপাশি ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি পিবিআইও তদন্ত শুরু করেছে।


































