ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শোক শেষে ফের পদযাত্রায় এনসিপি

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
  • সর্বশেষ আপডেট ১২:৫২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / 168

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালনের পর আবারও শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই মাসব্যাপী পদযাত্রা। আজ বুধবার (২৩ জুলাই) সকাল থেকে চাঁদপুরে পুনরায় শুরু হয় দলটির কর্মসূচি।

কর্মসূচির অংশ হিসেবে এনসিপির কেন্দ্রীয় নেতারা চাঁদপুর সার্কিট হাউজে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের স্মরণে একটি শোকযাত্রা বের করা হয়, যা পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

বাসস্ট্যান্ড এলাকায় পথসভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। শোক আর প্রতিবাদের ভাষায় তারা দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মতা জানান এবং ভবিষ্যতে রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি তোলেন।

এরপর দলটি হাজীগঞ্জে গিয়ে শহীদ আজাদ চত্বরে শ্রদ্ধা নিবেদন ও আনুষ্ঠানিক উদ্বোধন কর্মসূচিতে অংশ নেয়। সেখান থেকে শাহরাস্তির দোয়াভাঙ্গা এলাকায় পদযাত্রা অনুষ্ঠিত হয়।

চাঁদপুরে দিনব্যাপী কর্মসূচি শেষে এনসিপির গাড়িবহর রওনা হয় কুমিল্লার উদ্দেশে। কুমিল্লাতেও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই পদযাত্রার বাকি কর্মসূচিগুলো আগের ঘোষিত সূচি অনুযায়ী চলবে, তবে প্রয়োজনে নতুন শোক ও প্রতিবাদ কর্মসূচিও যুক্ত হতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শোক শেষে ফের পদযাত্রায় এনসিপি

সর্বশেষ আপডেট ১২:৫২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালনের পর আবারও শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই মাসব্যাপী পদযাত্রা। আজ বুধবার (২৩ জুলাই) সকাল থেকে চাঁদপুরে পুনরায় শুরু হয় দলটির কর্মসূচি।

কর্মসূচির অংশ হিসেবে এনসিপির কেন্দ্রীয় নেতারা চাঁদপুর সার্কিট হাউজে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের স্মরণে একটি শোকযাত্রা বের করা হয়, যা পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

বাসস্ট্যান্ড এলাকায় পথসভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। শোক আর প্রতিবাদের ভাষায় তারা দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মতা জানান এবং ভবিষ্যতে রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি তোলেন।

এরপর দলটি হাজীগঞ্জে গিয়ে শহীদ আজাদ চত্বরে শ্রদ্ধা নিবেদন ও আনুষ্ঠানিক উদ্বোধন কর্মসূচিতে অংশ নেয়। সেখান থেকে শাহরাস্তির দোয়াভাঙ্গা এলাকায় পদযাত্রা অনুষ্ঠিত হয়।

চাঁদপুরে দিনব্যাপী কর্মসূচি শেষে এনসিপির গাড়িবহর রওনা হয় কুমিল্লার উদ্দেশে। কুমিল্লাতেও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই পদযাত্রার বাকি কর্মসূচিগুলো আগের ঘোষিত সূচি অনুযায়ী চলবে, তবে প্রয়োজনে নতুন শোক ও প্রতিবাদ কর্মসূচিও যুক্ত হতে পারে।