ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শেষদিনে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি ও নেদারল্যান্ডস

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৫৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / 70

শেষদিনে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি ও নেদারল্যান্ডস

জার্মানি সোমবার স্লোভাকিয়াকে ৬-০ গোলে হারিয়ে ২০২৬ সালের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। গ্রুপ পর্বের শুরুতে হোঁচট খাওয়ায় যে শঙ্কা তৈরি হয়েছিল, তা জুলিয়ান নাগেলসমানের দল শেষ পর্যন্ত কাটিয়ে উঠেছে। রেড বুল অ্যারেনায় ম্যাচে নিক ওল্টেমাডে ১৮ মিনিটে প্রথম গোল করেন। এরপর সার্জ জিনাব্রি, লেরয় সানে (দুটি), রিডলে বাকু ও আসান উয়েদ্রাওগোর গোলের সাহায্যে জার্মানি বড় জয় নিশ্চিত করে।

অপরদিকে, নেদারল্যান্ডসও নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। লিথুয়ানিয়াকে ৪-০ গোলে হারিয়ে তারা গ্রুপের শীর্ষে থেকে প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে। তিজানি রাইন্ডার্স, কোডি গাকপো, জাভি সিমন্স ও ডনিয়েল মালেনের গোলের মাধ্যমে ডাচরা পোল্যান্ডকে পেছনে ফেলে গ্রুপ জিতেছে।

গ্রুপে জার্মানির পরে স্লোভাকিয়া, আর নেদারল্যান্ডসের পরে পোল্যান্ড প্লে-অফে উঠেছে। আগামী বৃহস্পতিবার উয়েফা প্লে-অফের ড্র অনুষ্ঠিত হবে। ১৬ দল চারটি বিশ্বকাপ স্পটের জন্য লড়াই করবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২০২৬ সালের মার্চে। বিশ্বকাপের মূল ড্র হবে ৫ ডিসেম্বর।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেষদিনে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি ও নেদারল্যান্ডস

সর্বশেষ আপডেট ১১:৫৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

জার্মানি সোমবার স্লোভাকিয়াকে ৬-০ গোলে হারিয়ে ২০২৬ সালের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। গ্রুপ পর্বের শুরুতে হোঁচট খাওয়ায় যে শঙ্কা তৈরি হয়েছিল, তা জুলিয়ান নাগেলসমানের দল শেষ পর্যন্ত কাটিয়ে উঠেছে। রেড বুল অ্যারেনায় ম্যাচে নিক ওল্টেমাডে ১৮ মিনিটে প্রথম গোল করেন। এরপর সার্জ জিনাব্রি, লেরয় সানে (দুটি), রিডলে বাকু ও আসান উয়েদ্রাওগোর গোলের সাহায্যে জার্মানি বড় জয় নিশ্চিত করে।

অপরদিকে, নেদারল্যান্ডসও নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। লিথুয়ানিয়াকে ৪-০ গোলে হারিয়ে তারা গ্রুপের শীর্ষে থেকে প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে। তিজানি রাইন্ডার্স, কোডি গাকপো, জাভি সিমন্স ও ডনিয়েল মালেনের গোলের মাধ্যমে ডাচরা পোল্যান্ডকে পেছনে ফেলে গ্রুপ জিতেছে।

গ্রুপে জার্মানির পরে স্লোভাকিয়া, আর নেদারল্যান্ডসের পরে পোল্যান্ড প্লে-অফে উঠেছে। আগামী বৃহস্পতিবার উয়েফা প্লে-অফের ড্র অনুষ্ঠিত হবে। ১৬ দল চারটি বিশ্বকাপ স্পটের জন্য লড়াই করবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২০২৬ সালের মার্চে। বিশ্বকাপের মূল ড্র হবে ৫ ডিসেম্বর।