ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনাসহ তিন আসামির পক্ষে যুক্তিতর্ক আজ থেকে শুরু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৪৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / 81

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার

জুলাই-আগস্টে ছাত্র ও সাধারণ মানুষের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে আজ সোমবার (২০ অক্টোবর)।

এই মামলায় আসামিপক্ষের হয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন যুক্তি উপস্থাপন করবেন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পক্ষ থেকে। এর আগে গত বৃহস্পতিবার টানা পাঁচ দিন ধরে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারকাজ স্থগিত করা হয়।

প্রধান বিচারক মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সেদিনই আজকের দিন ধার্য করেন আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য।

প্রসিকিউশনের পক্ষ থেকে মোট ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন এই মামলায়। তাদের মধ্যে ছিলেন তদন্ত কর্মকর্তা, দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তবে মামলার মূল দুই আসামি পলাতক থাকায় প্রতিরক্ষা পক্ষ কোনো সাফাই সাক্ষী উপস্থাপন করতে পারেনি।

অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ আশুলিয়ার ৬ লাশ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণও পরিচালনা করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেখ হাসিনাসহ তিন আসামির পক্ষে যুক্তিতর্ক আজ থেকে শুরু

সর্বশেষ আপডেট ১০:৪৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

জুলাই-আগস্টে ছাত্র ও সাধারণ মানুষের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে আজ সোমবার (২০ অক্টোবর)।

এই মামলায় আসামিপক্ষের হয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন যুক্তি উপস্থাপন করবেন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পক্ষ থেকে। এর আগে গত বৃহস্পতিবার টানা পাঁচ দিন ধরে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারকাজ স্থগিত করা হয়।

প্রধান বিচারক মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সেদিনই আজকের দিন ধার্য করেন আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য।

প্রসিকিউশনের পক্ষ থেকে মোট ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন এই মামলায়। তাদের মধ্যে ছিলেন তদন্ত কর্মকর্তা, দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তবে মামলার মূল দুই আসামি পলাতক থাকায় প্রতিরক্ষা পক্ষ কোনো সাফাই সাক্ষী উপস্থাপন করতে পারেনি।

অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ আশুলিয়ার ৬ লাশ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণও পরিচালনা করবে।