শেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে জেড আই খান পান্নার আবেদন
- সর্বশেষ আপডেট ০৩:২৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / 168
জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী হতে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।
আজ মঙ্গলবার তার পক্ষে আইনজীবী নাজনীন নাহার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আবেদনটি দাখিল করেন।
গত ২৫ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর সাবেক বিশেষ পিপি আইনজীবী আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। তিনি এরই মধ্যে কয়েকদিন শেখ হাসিনার পক্ষে শুনানি করেছেন। এ কারণে ট্রাইব্যুনাল জেড আই খান পান্নার আবেদন আমলে নেননি।
তবে ট্রাইব্যুনাল বলেছেন, ‘উনার (জেড আই খান পান্না) একটা বায়োডাটা দিয়ে যেতে পারেন, অন্য কোনো মামলায় তাকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া যায় কিনা আমরা পরবর্তীতে চিন্তা করব।’
এ পর্যায়ে ট্রাইব্যুনাল বলেন, ‘ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নেই।’































