ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে সমন্বয় করবে ভারত

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:২৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 126

শেখ হাসিনা ও কোটা আন্দোলন

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সরকার বাংলাদেশের সঙ্গে সমন্বয় করবে। সোমবার (৬ অক্টোবর) নয়া দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ডিকাবের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও এ সময় উপস্থিত ছিলেন।

বিক্রম মিশ্রি বলেন, “শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার বিষয়টি আইনের আওতায়। এ বিষয়ে সরকারি পর্যায়ে দুই দেশ একসঙ্গে কাজ করবে। তবে এখনই এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়।”

সরকারে যারাই আসুক, তাদের সঙ্গে কাজ কবে ভারত: বিক্রম মিশ্রি
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ছবি: সংগৃহীত

তিনি আরও জানান, ভারত দ্রুত বাংলাদেশে নির্বাচন দেখতে চায়, যেখানে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। নির্বাচনের পর জনগণের সমর্থন নিয়ে যেই সরকার ক্ষমতায় আসুক, ভারতের সঙ্গে তাদের গভীর সম্পর্ক থাকবে।

ভারত আশা করে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। বিক্রম মিশ্রি বলেন, অংশগ্রহণমূলক বলতে সব রাজনৈতিক দলের কথা বোঝানো হচ্ছে কি না তা বাংলাদেশের কর্তৃপক্ষ, সাধারণ মানুষ ও সিভিল সোসাইটি ঠিক করবে। নির্বাচন সারাবিশ্বে গ্রহণযোগ্য হবে, সেই বিষয় মাথায় রেখে বাংলাদেশ নিজেদের নির্বাচন আয়োজন করবে।

তিনি যোগ করেন, বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচন করবে, এটাই ভারতের প্রত্যাশা। ভারত শুরু থেকেই বর্তমান নির্বাচিত না হলেও সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে সমন্বয় করবে ভারত

সর্বশেষ আপডেট ০৫:২৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সরকার বাংলাদেশের সঙ্গে সমন্বয় করবে। সোমবার (৬ অক্টোবর) নয়া দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ডিকাবের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও এ সময় উপস্থিত ছিলেন।

বিক্রম মিশ্রি বলেন, “শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার বিষয়টি আইনের আওতায়। এ বিষয়ে সরকারি পর্যায়ে দুই দেশ একসঙ্গে কাজ করবে। তবে এখনই এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়।”

সরকারে যারাই আসুক, তাদের সঙ্গে কাজ কবে ভারত: বিক্রম মিশ্রি
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ছবি: সংগৃহীত

তিনি আরও জানান, ভারত দ্রুত বাংলাদেশে নির্বাচন দেখতে চায়, যেখানে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। নির্বাচনের পর জনগণের সমর্থন নিয়ে যেই সরকার ক্ষমতায় আসুক, ভারতের সঙ্গে তাদের গভীর সম্পর্ক থাকবে।

ভারত আশা করে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। বিক্রম মিশ্রি বলেন, অংশগ্রহণমূলক বলতে সব রাজনৈতিক দলের কথা বোঝানো হচ্ছে কি না তা বাংলাদেশের কর্তৃপক্ষ, সাধারণ মানুষ ও সিভিল সোসাইটি ঠিক করবে। নির্বাচন সারাবিশ্বে গ্রহণযোগ্য হবে, সেই বিষয় মাথায় রেখে বাংলাদেশ নিজেদের নির্বাচন আয়োজন করবে।

তিনি যোগ করেন, বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচন করবে, এটাই ভারতের প্রত্যাশা। ভারত শুরু থেকেই বর্তমান নির্বাচিত না হলেও সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছে।