শুরুতেই আটকে গেল এনসিপির নতুন জোট
- সর্বশেষ আপডেট ১২:০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- / 59
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতৃত্বে নতুন রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ শুরুতেই বাধার মুখে পড়েছে। বৃহস্পতিবার শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশনে জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের কথা থাকলেও শেষ পর্যন্ত অনুষ্ঠানটি স্থগিত করা হয়।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চারটি দলকে নিয়ে একটি নতুন জোট তৈরির আলোচনা চলছিল। জোটে যুক্ত হওয়ার কথা ছিল এনসিপি, এবি পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। তবে শেষ মুহূর্তে এনসিপির বিরোধিতার কারণে আপ বাংলাদেশকে সঙ্গে না নেওয়ার সিদ্ধান্ত হয়, যা পুরো প্রক্রিয়াকে থামিয়ে দেয়।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানান, জোট গঠনের উদ্যোগ আপাতত পিছিয়ে গেছে। তিনি বলেন, “সময়সূচি কিছুটা বদলেছে। সব ঠিক হলে গণমাধ্যমকে জানানো হবে।”
এনসিপির একাধিক সূত্র জানিয়েছে, আগের রাতে দলের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে আপ বাংলাদেশকে জোটে নেওয়া নিয়ে তীব্র মতবিরোধ দেখা দেয়। দলের একটি অংশ আপ বাংলাদেশের সঙ্গে জোট করতে আগ্রহী না হওয়ায় প্রস্তাবটি পাস হয়নি। ফলে জোটের ঘোষণাও স্থগিত করতে হয়।
এনসিপির কয়েকজন যুগ্ম আহ্বায়ক নাম প্রকাশ না করার শর্তে জানান, আপ বাংলাদেশকে নিয়ে জোট গড়তে দলের ভেতরে শক্ত আপত্তি রয়েছে। তারা বলেন, “জোটের বাকি দলগুলো যদি আপ বাংলাদেশ ছাড়া জোটে না আসতে চায়, তবে পুরো উদ্যোগই অনিশ্চয়তায় পড়ে যাবে। তাই আলোচনা চলমান আছে।”
ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, জোট গঠনের আলোচনা স্থগিত হলেও যোগাযোগ চলছে। তিনি আরও জানান, এনসিপি আনুষ্ঠানিকভাবে তাদের কাছে কোনো আপত্তির কথা জানায়নি।
সবমিলিয়ে, নতুন রাজনৈতিক জোটের যাত্রা শুরু হওয়ার আগেই মতবিরোধ ও অবিশ্বাসের কারণে পথ রুদ্ধ হয়ে গেছে। কবে নাগাদ জোট গঠনের ঘোষণা আসবে—এখন তা দলগুলোর পরবর্তী আলোচনার ওপর নির্ভর করছে।
































