শুধু জাপা নয়, বিএনপি-জামায়াতও দায়ী
- সর্বশেষ আপডেট ০৫:২২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / 89
জাতীয় পার্টিকে এককভাবে দায়ী করা ঠিক নয়, বিএনপি – জামায়াতও সেই দায়ের অংশীদার—এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনসহ ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়ে বিএনপি ও জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দল আসলে ২০১৪ সালের নির্বাচিত সরকারকে বৈধতা দিয়েছে। আর আওয়ামী লীগ সরকারকে বৈধতা দেওয়ার যে অভিযোগ জাতীয় পার্টির দিকে তোলা হয়, সেই দায় বিএনপি-জামায়াতও এড়াতে পারে না।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ২০১৪ সালের নির্বাচন হয়েছিল ২০০৮ সালের নির্বাচনে গঠিত বৈধ সরকারের অধীনে। বিএনপি ও জামায়াত তখন সংসদে থেকেই সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। তিনি প্রশ্ন তোলেন, “২০১৪ সালের নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় সরকার, সিটি করপোরেশন থেকে শুরু করে উপজেলা—প্রতিটি নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন। তাহলে বৈধতা শুধু আমরা দিয়েছি, এটা কি ঠিক?”
তিনি আরও বলেন, ২০১৪ সালের সরকারের অধীনে আপনারা নির্বাচন করেছেন এবং তাকে বৈধতা দিয়েছেন। এরপর ২০১৮ সালেও সেই সরকারের অধীনেই নির্বাচনে অংশ নিয়েছেন। এমনকি বিএনপির যে নেতারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, তারাও সংসদ বর্জন করেননি। সুতরাং যে দায় জাতীয় পার্টির ওপর চাপানো হচ্ছে, তার বড় অংশ বিএনপি-জামায়াতকেও নিতে হবে।
































