ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শিশুদের গলায় ছুরি ধরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ০২:০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / 103

শিশুদের গলায় ছুরি ধরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

চট্টগ্রামের মিরসরাইয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে থাকা দুই শিশুর গলার ছুরি ধরার ঘটনা ঘটেছে এবং স্বর্ণালংকার, নগদ টাকা ও মুঠোফোন লুটপাটের অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হিঙ্গুলি ইউনিয়নের মধ্যম আযম নগর এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রবাসী হেলাল উদ্দিন কুয়েতে কর্মরত। ডাকাতির সময় তার মা, স্ত্রী, সন্তান, ভাই, বোন এবং বোনের স্বামীসহ সাতজন বাড়িতে ছিলেন।

হেলাল উদ্দিনের মা রিজিয়া বেগম জানিয়েছেন, রাত সাড়ে ৩টার দিকে দরজার ধাক্কা দেওয়ার শব্দে ঘুম ভাঙে। দরজা খোলার চেষ্টা করলে ৮ থেকে ১০ জন ডাকাত বাড়িতে প্রবেশ করে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল এবং মুখে মুখোশ পরা ছিল। ঘরে ঢুকে ডাকাতরা এক মাস বয়সী নাতনি ও দুই বছর বয়সী নাতির গলায় ছুরি ধরে। এছাড়া ছোট ছেলে ও মেয়ের স্বামীকে হাত বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে আলমারি খুলে সাড়ে ছয় ভরি স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকা এবং একটি মুঠোফোন লুট করে নিয়ে যায়।

জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম জানিয়েছেন, ওই এলাকায় ডাকাতির একটি চক্র গড়ে উঠেছে। এই ধরনের ঘটনা রোধ করতে তদন্ত চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিশুদের গলায় ছুরি ধরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

সর্বশেষ আপডেট ০২:০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে থাকা দুই শিশুর গলার ছুরি ধরার ঘটনা ঘটেছে এবং স্বর্ণালংকার, নগদ টাকা ও মুঠোফোন লুটপাটের অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হিঙ্গুলি ইউনিয়নের মধ্যম আযম নগর এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রবাসী হেলাল উদ্দিন কুয়েতে কর্মরত। ডাকাতির সময় তার মা, স্ত্রী, সন্তান, ভাই, বোন এবং বোনের স্বামীসহ সাতজন বাড়িতে ছিলেন।

হেলাল উদ্দিনের মা রিজিয়া বেগম জানিয়েছেন, রাত সাড়ে ৩টার দিকে দরজার ধাক্কা দেওয়ার শব্দে ঘুম ভাঙে। দরজা খোলার চেষ্টা করলে ৮ থেকে ১০ জন ডাকাত বাড়িতে প্রবেশ করে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল এবং মুখে মুখোশ পরা ছিল। ঘরে ঢুকে ডাকাতরা এক মাস বয়সী নাতনি ও দুই বছর বয়সী নাতির গলায় ছুরি ধরে। এছাড়া ছোট ছেলে ও মেয়ের স্বামীকে হাত বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে আলমারি খুলে সাড়ে ছয় ভরি স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকা এবং একটি মুঠোফোন লুট করে নিয়ে যায়।

জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম জানিয়েছেন, ওই এলাকায় ডাকাতির একটি চক্র গড়ে উঠেছে। এই ধরনের ঘটনা রোধ করতে তদন্ত চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।