ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৪:০০:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / 73

বলাৎকার (প্রতীকী ছবি)

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় হিফজ বিভাগের ৮ বছর বয়সী এক শিশুসহ একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কালেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে চুনারুঘাট তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিন্সিপাল ইমরান হোসাইন (৩২)কে গ্রেপ্তার করা হয়।

এর আগে ওইদিন সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর মা চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ২ নভেম্বর রাতে মাদ্রাসার হিফজ বিভাগের ওই ছাত্রকে ইমরান হোসাইন অফিস কক্ষে ডেকে নেন। পরে ভয়ভীতি দেখিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে শারীরিক নির্যাতন (বলাৎকার) করেন। পরদিন শিশুটি মাদরাসায় যেতে রাজি হচ্ছিল না। পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে ঘটনা প্রকাশ পায়।

শিশুর মা বলেন, ‘মাদরাসার হুজুর আমার ঘুমন্ত ছেলের পাশাপাশি আরও একাধিক শিশুকে বলাৎকার করেছেন।’

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৪:০০:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় হিফজ বিভাগের ৮ বছর বয়সী এক শিশুসহ একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কালেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে চুনারুঘাট তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিন্সিপাল ইমরান হোসাইন (৩২)কে গ্রেপ্তার করা হয়।

এর আগে ওইদিন সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর মা চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ২ নভেম্বর রাতে মাদ্রাসার হিফজ বিভাগের ওই ছাত্রকে ইমরান হোসাইন অফিস কক্ষে ডেকে নেন। পরে ভয়ভীতি দেখিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে শারীরিক নির্যাতন (বলাৎকার) করেন। পরদিন শিশুটি মাদরাসায় যেতে রাজি হচ্ছিল না। পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে ঘটনা প্রকাশ পায়।

শিশুর মা বলেন, ‘মাদরাসার হুজুর আমার ঘুমন্ত ছেলের পাশাপাশি আরও একাধিক শিশুকে বলাৎকার করেছেন।’

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।