শিরোনাম
শিলা বৃষ্টি ও কৃষকের ভাগ্য
শাহনাজ পারভীন মুক্তি
- সর্বশেষ আপডেট ০৬:১৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / 1584
দৈব দূর্বিপাকে ঝরে গেছে গাছের ফল,
মাঠের মাটিতে মিশে গেছে তার ফসল।
কৃষকের মাথায় আজ যেন পড়েছে বাড়ি
খরচে মাটি হলো যা করেছে কাড়ি কাড়ি।
কষ্টে কাটে দিন তার বড় নির্ঘুম যায় রাত
কিছু করার নাই তাইতো থাকে গালে হাত।
বিধাতার অপার দয়া ছাড়া কারো জোটেনা সুখ,
আজ তারা বিধাতারে ডেকে কেঁদে ভাষায় বুক।
কত আশায় অপেক্ষার প্রহার গনেছিল চাষি ভাই
সব ভরসা জলাঞ্জলি গেল পাতে পড়লো ছাই।
যাদের হাড়ভাঙ্গা শ্রমের ফলে আমরা সবাই খাই তাদের ঘরে ফসল ওঠেনি মনেতে সুখ নাই।
ওরা কেবল খেতে মরে অন্ন যোগায় অন্যদের অথচ সবাই চাষা ভাসা বলে করে তাদের আজ কেন তবে চুপ রও সব ভদ্রলোকের দল?
ওদের সামান্য দিয়ে নিজে খেয়ে ত্যাগ কর মল!
ওরা শ্রম দিলো টাকা খসালো সব গেলো জলে
আজ তবে আমলারা কোথায় গেছে কোন দলে?
Tag :
অভিযোগ আটক উপদেষ্টা গ্রেপ্তার দৈব দূর্বিপাকে ঝরে গেছে গাছের ফল নিয়ে নিহত বাংলাদেশ বিএনপি বিরুদ্ধে হামলা





































