শিবিরের ‘ভূমিধস’ জয় রহস্যজনক: নুর
- সর্বশেষ আপডেট ০৫:১০:০৭ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / 134
ছাত্রদল ও শিবির অনেক সময় ক্যাম্পাসে যেতে পারতো না এবং প্রকাশ্যে তাদের পরিচয়ও দিতো না, শিবিরের ক্ষেত্রে এটি ছিল একেবারে নিষিদ্ধ। তারপরও চারটি বিশ্ববিদ্যালয়ে তাদের জয় “রহস্যজনক” বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শনিবার (১ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘পলিটিক্স ল্যাব: পাবলিক ডায়ালগ’ শীর্ষক সংলাপে তিনি এমন মন্তব্য করেন।
নুর বলেন, শিবিরের এই সাফল্যের পেছনে কাজ করছে ‘কল্যাণভিত্তিক রাজনীতি’। তারা ছাত্রদের নানা সুযোগ-সুবিধা দেয়। উদাহরণ হিসেবে তিনি বলেন, কিছু হাসপাতালে শিবির সদস্যদের পরিবারের জন্য বিশেষ চুক্তি করেছে, যেখানে তারা কম খরচে চিকিৎসা সুবিধা পায়।
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের জয় এক ধরনের ভূমিধসের মতো। তিনি প্রশ্ন তুলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত তরুণরা কেন তাদের ভোট দিল?
তিনি আরও মন্তব্য করেন, ‘সুবিধার বিনিময়ে ভোট প্রদানের এই প্রবণতা আমরা গ্রামেও দেখি। মানুষ ছোট খরচে ভোট বিক্রি করে দেয়।’
































