ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শিগগিরই চালু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৫৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / 56

শিগগিরই চালু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে শিগগিরই ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২’ চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার বাংলাদেশ সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, লুটপাট ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করা হবে। এ লক্ষ্যেই অবিলম্বে ফেইজ–২ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ বিষয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং একটি কমিটিও গঠন করা হয়েছে, যা সার্বিকভাবে বিষয়টি তদারকি করবে।

তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। একই সঙ্গে তিনি বলেন, এবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জন্যও আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হবে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিগগিরই চালু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২

সর্বশেষ আপডেট ০৮:৫৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে শিগগিরই ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২’ চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার বাংলাদেশ সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, লুটপাট ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করা হবে। এ লক্ষ্যেই অবিলম্বে ফেইজ–২ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ বিষয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং একটি কমিটিও গঠন করা হয়েছে, যা সার্বিকভাবে বিষয়টি তদারকি করবে।

তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। একই সঙ্গে তিনি বলেন, এবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জন্যও আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হবে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।