ঈদুল আজহা উপলক্ষে
শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছে ববি শিবির
- সর্বশেষ আপডেট ১১:৩৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- / 521
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মেসে/বাসায় অবস্থানরত শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা। ৫ জুন সন্ধ্যায় শিবিরের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ফেসবুক পেজে প্রকাশিত এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে শাখা সভাপতি আমিনুল ইসলাম বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীবান্ধব সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে। যেসব শিক্ষার্থী বাড়িতে যেতে পারেনি, তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আমরা এ আয়োজন করেছি।”
তিনি আরও বলেন, “আমাদের প্রত্যাশা, যারা বাড়িতে যেতে পারেনি, তারাও যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে। সে লক্ষ্যেই আমরা প্রথম দিন ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাই। পাশাপাশি আমরা কর্মচারীদের পরিবারের কাছেও কোরবানির গোশত পৌঁছে দিতে চাই।”
তিনি জানান, “জুলাই মাসের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া স্থানীয় অসহায় পরিবারগুলোর কাছেও বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা থেকে কোরবানির গোশত পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।”
ভিন্ন ধর্মাবলম্বীদের অংশগ্রহণ প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, “সব ধর্মাবলম্বী শিক্ষার্থীর কথা বিবেচনা করে গরুর পাশাপাশি ছাগল কোরবানির ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে সবাই স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করতে পারে।”






































