শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে কুয়াকাটায় মতবিনিময় সভা
- সর্বশেষ আপডেট ০৫:৩০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / 54
সময়োপযোগী ও মানসম্মত মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কুয়াকাটায় শিক্ষাবিদ, শিক্ষা প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় কুয়াকাটার হোটেল খান প্যালেসের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সহযোগিতা করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল।
সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে মাধ্যমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি অপরিহার্য। শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় প্রস্তুত করতে পাঠ্যক্রম ও পাঠদান পদ্ধতিতে যুগোপযোগী পরিবর্তন আনতে হবে। পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণকে আরও কার্যকর করা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণে গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, কেবল পাঠ্যবইনির্ভর শিক্ষা নয়, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে সহশিক্ষা কার্যক্রমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের সমন্বিত উদ্যোগই কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করতে পারে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কমিটির আহ্বায়ক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব মোরশেদ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম, শের-ই-বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুর রহমান এবং সাংবাদিক মো. মুসা মিয়া।
এ ছাড়া সভায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কলেজ পরিদর্শক প্রফেসর ড. জসিম উদ্দিন, বোর্ডের সচিব প্রফেসর মো. আবদুস সালাম, বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাকলাদার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. কামরুজ্জামান কামাল, সিস্টেম অ্যানালিস্ট এফ. এম. শহীদুজ্জামান, উপ-সচিব মো. আবুল বাসার হাওলাদার, বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এবং কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।


































