ঢাকা ০৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাহরুখ খানের হাতে নতুন ইতিহাস

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 78

শাহরুখ খানের হাতে নতুন ইতিহাস

বলিউড কিং শাহরুখ খান এবার ৭১তম ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছেন। ৩৩ বছরের ক্যারিয়ারে এটি তার প্রথমবারের মতো এই সম্মান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে এই সম্মাননা গ্রহণ করেন শাহরুখ। তিনি ‘জওয়ান’ ছবিতে সাহসী সেনা কর্মকর্তা বিক্রম রাঠোর ও তার ছেলে আজাদের দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পান।

এই বিভাগে শাহরুখের সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার সম্মান ভাগ করেছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি, যিনি ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় এক আইপিএস কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখা যুবকের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। একই সঙ্গে ছবিটি সেরা ফিচার ফিল্মের পুরস্কারও জিতেছে।

অনুষ্ঠানে উপস্থিতরা শাহরুখের অভিনয়শৈলীর প্রশংসা করেন। বিক্রান্ত ম্যাসির বাস্তবধর্মী ও শক্তিশালী অভিনয়কেও বিশেষভাবে সম্মান জানানো হয়।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সঙ্গে নগদ অর্থ ও পদক জড়িত। সেরা অভিনেতা হিসেবে শাহরুখ খান ও বিক্রান্ত ম্যাসি প্রত্যেকে ‘রজত কমল’ (রূপালি পদক) এবং দুই লাখ রুপি করে অর্থ পুরস্কার পেয়েছেন।

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৫-এর বিচারকাজে অংশ নেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বরা। ফিচার ফিল্ম বিভাগের প্রধান বিচারক ছিলেন পরিচালক আশুতোষ গোয়ারিকর এবং নন-ফিচার ফিল্ম বিভাগের নেতৃত্ব দেন মালয় রায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শাহরুখ খানের হাতে নতুন ইতিহাস

সর্বশেষ আপডেট ০৭:০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

বলিউড কিং শাহরুখ খান এবার ৭১তম ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছেন। ৩৩ বছরের ক্যারিয়ারে এটি তার প্রথমবারের মতো এই সম্মান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে এই সম্মাননা গ্রহণ করেন শাহরুখ। তিনি ‘জওয়ান’ ছবিতে সাহসী সেনা কর্মকর্তা বিক্রম রাঠোর ও তার ছেলে আজাদের দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পান।

এই বিভাগে শাহরুখের সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার সম্মান ভাগ করেছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি, যিনি ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় এক আইপিএস কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখা যুবকের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। একই সঙ্গে ছবিটি সেরা ফিচার ফিল্মের পুরস্কারও জিতেছে।

অনুষ্ঠানে উপস্থিতরা শাহরুখের অভিনয়শৈলীর প্রশংসা করেন। বিক্রান্ত ম্যাসির বাস্তবধর্মী ও শক্তিশালী অভিনয়কেও বিশেষভাবে সম্মান জানানো হয়।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সঙ্গে নগদ অর্থ ও পদক জড়িত। সেরা অভিনেতা হিসেবে শাহরুখ খান ও বিক্রান্ত ম্যাসি প্রত্যেকে ‘রজত কমল’ (রূপালি পদক) এবং দুই লাখ রুপি করে অর্থ পুরস্কার পেয়েছেন।

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৫-এর বিচারকাজে অংশ নেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বরা। ফিচার ফিল্ম বিভাগের প্রধান বিচারক ছিলেন পরিচালক আশুতোষ গোয়ারিকর এবং নন-ফিচার ফিল্ম বিভাগের নেতৃত্ব দেন মালয় রায়।