ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালালে এভসেক ও কাস্টমসের যৌথ অভিযানে নিষিদ্ধ পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / 127

এভসেক ও কাস্টমসের যৌথ অভিযানে নিষিদ্ধ পণ্য জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো টার্মিনালে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও কাস্টমস কর্তৃপক্ষের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য উদ্ধার করা হয়েছে।

বিমানবন্দর গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (১৪ ডিসেম্বর) দুবাই থেকে আগত সলিট এয়ারের একটি কার্গো বিমানে আনা দুইটি শিপমেন্ট তল্লাশি করা হয়। তল্লাশিকালে প্রায় ২ হাজার ৮৭৮ কেজি নিষিদ্ধ ক্রিম, বিভিন্ন ধরনের গার্মেন্টস পণ্য এবং ইলেকট্রনিক্স সামগ্রী জব্দ করা হয়।

উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৪ লাখ ৯২ হাজার ২০০ টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জব্দকৃত এসব পণ্যের বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শাহজালালে এভসেক ও কাস্টমসের যৌথ অভিযানে নিষিদ্ধ পণ্য জব্দ

সর্বশেষ আপডেট ০৮:৪৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো টার্মিনালে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও কাস্টমস কর্তৃপক্ষের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য উদ্ধার করা হয়েছে।

বিমানবন্দর গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (১৪ ডিসেম্বর) দুবাই থেকে আগত সলিট এয়ারের একটি কার্গো বিমানে আনা দুইটি শিপমেন্ট তল্লাশি করা হয়। তল্লাশিকালে প্রায় ২ হাজার ৮৭৮ কেজি নিষিদ্ধ ক্রিম, বিভিন্ন ধরনের গার্মেন্টস পণ্য এবং ইলেকট্রনিক্স সামগ্রী জব্দ করা হয়।

উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৪ লাখ ৯২ হাজার ২০০ টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জব্দকৃত এসব পণ্যের বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।