শিরোনাম
শাহজালালে আগুনের ধোঁয়া, আতঙ্কিত যাত্রীরা
বিশেষ প্রতিনিধি
- সর্বশেষ আপডেট ০৮:২১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / 147
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর বহির্গমন টার্মিনালে হঠাৎ ধোঁয়া দেখা গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার বিকাল সোয়া ৩টার দিকে ভবনের দেয়ালের মাঝামাঝি অংশে আগুনের উৎস থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষের ফায়ার সার্ভিস দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি সিভিল ডিফেন্সের ফায়ার সার্ভিস ইউনিটও ঘটনাস্থলে যোগ দেয়।
বেবিচকের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান ডেপুটি পরিচালক মো. রফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, আগুনে কেউ আহত হয়নি। প্রাথমিক ধারণা, কোনো যাত্রী সিগারেট ফেলে দেওয়ায় আগুনের সূত্রপাত হতে পারে।
বিমানবন্দর কর্মকর্তারা বলেন, ঠিক কীভাবে আগুন লাগলো তা জানতে তদন্ত চলছে।
































