ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাপলা প্রতীক বিষয়ে ২ ঘণ্টা নিশ্চুপ সিইসি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / 170

এনসিপির সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারা আগামী নির্বাচনে দলীয় প্রতীকের তালিকায় ‘শাপলা’ অন্তর্ভুক্ত করার বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন। তবে সিইসি দুই ঘণ্টা নিশ্চুপ ছিলেন এবং কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

বৈঠক শেষে এনসিপির সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, “আমরা শাপলা পেতে কোনো আইনি বা রাজনৈতিক বাধা দেখছি না। আমরা আশা করি শাপলা আমাদের দেওয়া হবে, সে বিষয়টি সিইসির কাছে জানিয়েছি। কিন্তু তারা দুই ঘণ্টা নিশ্চুপ ছিলেন। আমরা ধরে নেবো তারা এই বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন।”

নাসীরুদ্দীন আরও বলেন, “নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। আমরা সরেজমিনে গিয়ে তাদের কাছে ব্যাখ্যা চেয়েছি। তারা দিতে পারেননি। আমরা জানিয়ে দিয়েছি, এনসিপির নিবন্ধন শাপলা প্রতীক ছাড়া হবে না, এবং আমরা শাপলা ছাড়া নিবন্ধন গ্রহণ করব না।”

এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ৩টা ৪০ মিনিটে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।

দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ বরাদ্দের দাবিতেই বৈঠক করা হয়। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, ‘শাপলা’ প্রতীক কাউকে দেওয়া হবে না। ইসির নিয়মে এই প্রতীক অন্তর্ভুক্ত নয় বলে এনসিপিকে বরাদ্দ দেওয়া সম্ভব নয়।

এ বিষয়ে ৩০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এনসিপিকে প্রতীক বাছাইয়ের জন্য চিঠি দেয় এবং ৭ অক্টোবরের মধ্যে তা জানানোর জন্য অনুরোধ করা হয়। তবে এনসিপি ৭ অক্টোবর ফের ‘শাপলা’ প্রতীক তালিকায় যুক্ত করতে নির্বাচন পরিচালনা বিধি সংশোধনের দাবি জানায়। দলটি চিঠিতে জানিয়েছে, শাপলা, সাদা শাপলা বা লাল শাপলার মধ্যে কোনো একটি প্রতীক তাদের বরাদ্দ করা হলে তারা সন্তুষ্ট হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শাপলা প্রতীক বিষয়ে ২ ঘণ্টা নিশ্চুপ সিইসি

সর্বশেষ আপডেট ০৭:০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারা আগামী নির্বাচনে দলীয় প্রতীকের তালিকায় ‘শাপলা’ অন্তর্ভুক্ত করার বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন। তবে সিইসি দুই ঘণ্টা নিশ্চুপ ছিলেন এবং কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

বৈঠক শেষে এনসিপির সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, “আমরা শাপলা পেতে কোনো আইনি বা রাজনৈতিক বাধা দেখছি না। আমরা আশা করি শাপলা আমাদের দেওয়া হবে, সে বিষয়টি সিইসির কাছে জানিয়েছি। কিন্তু তারা দুই ঘণ্টা নিশ্চুপ ছিলেন। আমরা ধরে নেবো তারা এই বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন।”

নাসীরুদ্দীন আরও বলেন, “নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। আমরা সরেজমিনে গিয়ে তাদের কাছে ব্যাখ্যা চেয়েছি। তারা দিতে পারেননি। আমরা জানিয়ে দিয়েছি, এনসিপির নিবন্ধন শাপলা প্রতীক ছাড়া হবে না, এবং আমরা শাপলা ছাড়া নিবন্ধন গ্রহণ করব না।”

এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ৩টা ৪০ মিনিটে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।

দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ বরাদ্দের দাবিতেই বৈঠক করা হয়। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, ‘শাপলা’ প্রতীক কাউকে দেওয়া হবে না। ইসির নিয়মে এই প্রতীক অন্তর্ভুক্ত নয় বলে এনসিপিকে বরাদ্দ দেওয়া সম্ভব নয়।

এ বিষয়ে ৩০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এনসিপিকে প্রতীক বাছাইয়ের জন্য চিঠি দেয় এবং ৭ অক্টোবরের মধ্যে তা জানানোর জন্য অনুরোধ করা হয়। তবে এনসিপি ৭ অক্টোবর ফের ‘শাপলা’ প্রতীক তালিকায় যুক্ত করতে নির্বাচন পরিচালনা বিধি সংশোধনের দাবি জানায়। দলটি চিঠিতে জানিয়েছে, শাপলা, সাদা শাপলা বা লাল শাপলার মধ্যে কোনো একটি প্রতীক তাদের বরাদ্দ করা হলে তারা সন্তুষ্ট হবে।