শরীয়তপুরে চাঁদা না পেয়ে ককটেল বিস্ফোরণ
- সর্বশেষ আপডেট ০১:৫৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / 73
শরীয়তপুরে ৩০ লাখ টাকা চাঁদা না পেয়ে গভীর রাতে বোমা (ককটেল) বিস্ফোরণ ঘটিয়ে বাড়িতে হামলা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে একটি প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫ থেকে ৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী আলাউদ্দিন বেপারি। ঘটনাটি ঘটে শনিবার (২০ ডিসেম্বর) গভীর রাতে শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের গয়ঘর খলিফা কান্দি এলাকায়। এ ঘটনায় রবিবার (২১ ডিসেম্বর) রাতে শরীয়তপুর সদর পালং মডেল থানায় মামলা করা হয়।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের গয়ঘর খলিফা কান্দি এলাকার আলাউদ্দিন বেপারীর বাড়িতে ১০ থেকে ১২ জন লোক দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে হামলা করে। এ সময় বাড়ির আঙ্গিনায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে। পরে একটি টিনের ঘর ও ‘আরিশ এগ্রো’ নামে প্রতিষ্ঠানের সাইনবোর্ড পিটিয়ে কুপিয়ে ভাংচুর করে এবং ৪টি ফলগাছ কেটে ফেলে।
মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন- গয়ঘর খলিফা কান্দি এলাকার বিল্লাল হাওলাদার (৪২), হারুন অর-রশিদ হাওলাদার (৫৫), বিলদেওনিয়া এলাকার আতাহার মাদবর (৩৮), আলমাছ মাদবর (৪০) ও মোতাচ্ছের মাদবর (৪২)।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, আলাউদ্দিনের বাড়ির আঙ্গিনা থেকে ককটেল সদৃশ উদ্ধার করেছি। তাদের মধ্যে জমি নিয়েও ঝামেলা রয়েছে। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

































