শততম টেস্টে মুশফিকের ঝলক, দারুণ হাফসেঞ্চুরি
- সর্বশেষ আপডেট ০৩:১০:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / 60
বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম আজ তুলে নিয়েছেন একটি অনন্য অর্জন। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে মাঠে নামার বিশেষ দিনে তিনি ব্যাট হাতে তুলে নিয়েছেন অর্ধশতক।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৯৭ রান। মুশফিক অপরাজিত ৫৩ ও তার সঙ্গে আছেন মুমিনুল হক, যিনি ৬২ রানে খেলছেন।
দিনের শুরুতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগের টেস্টের মতোই আত্মবিশ্বাসী সূচনা এনে দেন ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। সিলেট টেস্টে যেখানে তারা গড়েছিলেন ১৬৮ রানের জুটি, এবারও জুটিতে পঞ্চাশ ছাড়িয়ে ভালোভাবেই খেলছিলেন দুজন।
কিন্তু প্রথম ঘণ্টা পার হওয়ার পরই আসে ধাক্কা। অ্যান্ডি ম্যাকব্রাইনের করা বলে এলবিডব্লিউ হন সাদমান। অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত না থাকলেও রিভিউতে বদলে যায় সিদ্ধান্ত, ৩৫ রানে ফেরেন তিনি। বাংলাদেশের সংগ্রহ তখন ৫১/১। কিছুক্ষণ পর ম্যাকব্রাইনের দ্বিতীয় শিকার হন জয়। সেট হয়ে খেললেও মিডঅফে ক্যাচ দিয়ে ৩৪ রানে থামেন তিনি।
শান্তও বেশিক্ষণ টিকতে পারেননি। ম্যাকব্রাইনকে ছক্কা হাঁকানোর পরই পরের বলে ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে বোল্ড হয়ে ৮ রানে আউট হন তিনি। ৯৫ রানের আগেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
এসময় দলের হাল ধরেন মুশফিক ও মুমিনুল। চতুর্থ উইকেট জুটিতে ধীরে ধীরে পরিস্থিতি সামাল দিয়ে শতরানের জুটি গড়ে দলকে দৃঢ় করে তোলেন তারা। প্রথম দিনের চা-বিরতিতে যাওয়ার সময় স্বাগতিকদের স্কোর ছিল ১৯২/৩। বিরতির পর হাফসেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক, তার আগেই মুমিনুলও নিজের অর্ধশতক সম্পন্ন করেন।

































