লিসবনে মর্মান্তিক ট্রাম দুর্ঘটনায় নিহত ১৮ জন
- সর্বশেষ আপডেট ১০:৩৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / 113
স্মরণকালের সবচেয়ে বড় ট্রাম দুর্ঘটনা ঘটেছে পর্তুগালের রাজধানী লিসবনের এলিভাদোর দা গ্লোরিয়াতে। মর্মান্তিক এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। স্থানীয় সময় ৩ সেপ্টেম্বর বিকেল ৬টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এটি পর্তুগালে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ ট্রাম দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
দুর্ঘটনায় পড়া যাত্রীদের প্রায় সবাই বিদেশি পর্যটক ছিলেন। প্রায় ১৪০ বছর ধরে রাজধানীর বুকজুড়ে চলমান ঐতিহ্যবাহী এই ট্রামে এর আগে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। স্বাস্থ্য বিভাগ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, মৃত্যুর সংখ্যা এত বেশি নিয়ে এটিই প্রথম বড় দুর্ঘটনা।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মো. সিরাজুল ইসলাম শাহীন জানান, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রামটি ঢাল বেয়ে নিচে নেমে আসে এবং একটি ভবনে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান এবং অনেকে আহত হন।
এর আগেও ২০১৮ সালে ট্রাম দুর্ঘটনা ঘটেছিল, তবে সেবার হতাহতের ঘটনা ঘটলেও নিহতের খবর পাওয়া যায়নি। এবারের দুর্ঘটনার কারণ হিসেবে একটি কেবল (“loose cable”) ছিঁড়ে যাওয়াকে দায়ী করা হচ্ছে। কেবল ছিঁড়ে যাওয়ায় ট্রাম নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভবনে ধাক্কা মেরে উল্টে যায়।
এ ভয়াবহ দুর্ঘটনার পর দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সরকারের পক্ষ থেকে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ১৮৮৫ সালে চালু হওয়া গ্লোরিয়া ফিউনিকুলার লাইন লিসবনের অন্যতম ঐতিহাসিক ও পর্যটক আকর্ষণের মাধ্যম হিসেবে পরিচিত।































