লিসবনে বাংলাদেশ দূতাবাসে খালেদা জিয়ার শোকবইয়ে বিএনপির শ্রদ্ধা
- সর্বশেষ আপডেট ০৮:০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / 50
লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শোকবইয়ে শ্রদ্ধা নিবেদন করেছে পর্তুগাল বিএনপি। এ উপলক্ষে দলটির নেতাকর্মীরা গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে শোকবইয়ে স্বাক্ষর করেন।
পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক, সামছুজ্জামান জামান ও আজমল আহমেদ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ দূতাবাসে উপস্থিত হন। তারা শোকবইয়ে স্বাক্ষরের মাধ্যমে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদানের কথা স্মরণ করেন।
পর্তুগাল বিএনপির নেতারা শোকবার্তায় উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ইতিহাসে একজন সাহসী ও আপসহীন নেতৃত্বের প্রতীক। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার ও আইনের শাসন নিশ্চিত করতে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তার ত্যাগ ও নেতৃত্ব দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
নেতারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশের সাধারণ মানুষের মাঝেও গভীর প্রভাব ফেলেছে। কঠিন সময়েও তিনি কখনো আপস করেননি, বরং গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েই রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন।
শোকবইয়ে স্বাক্ষর শেষে পর্তুগাল বিএনপির নেতাকর্মীরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তারা বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার আন্দোলনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তারা শোকবইয়ে আগত নেতৃবৃন্দকে সহযোগিতা করেন।





































