ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লিবিয়া থেকে ফেরত এসেছে ১৫৮ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৩৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 277

লিবিয়া থেকে ফেরত এসেছে ১৫৮ বাংলাদেশি

উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করেন অনেক বাংলাদেশি। কিন্তু বৈধ পথে সফল না হয়ে বিপজ্জনক ও অবৈধ পথ বেছে নিয়ে অনেকেই আটকে পড়েন উত্তর আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ লিবিয়ায়। নানা প্রতিকূলতার মুখে পড়ে মানবপাচারকারীদের হাতে নিপীড়নের শিকার হন তারা। এবার তেমনই লিবিয়ায় আটকে পড়া ১৫৮ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে সরকার।

লিবিয়ার রাজধানী ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক থাকা এসব বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ দূতাবাস, লিবিয়া জানিয়েছে, ১৬ জুন স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ত্রিপলীর মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আইওএম ভাড়া করা বুরাক এয়ারের বিশেষ ফ্লাইট (UZ222) ঢাকার উদ্দেশে রওনা দেয়। ফ্লাইটটি ১৭ জুন ভোর ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বাংলাদেশ দূতাবাস জানায়, দীর্ঘদিন ধরে আটকে থাকা এসব অভিবাসীকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজ করতে তারা স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএম-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। দূতাবাসের কর্মকর্তারা ত্রিপলীতে নিজে উপস্থিত থেকে ডিটেনশন ক্যাম্পে থাকা বাংলাদেশিদের তথ্য যাচাই ও নথিপত্র নিশ্চিত করেন।

অবৈধ পথে ইউরোপগামী বাংলাদেশিদের জন্য লিবিয়া একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে আটকে পড়া বাংলাদেশিদের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। এদের অনেকেই পাচারকারীদের হাতে নির্যাতনের শিকার হন, জিম্মি হয়ে মুক্তিপণের জন্য পরিবার থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের ঘটনাও ঘটে।

বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় এখন পর্যন্ত বিভিন্ন সময় লিবিয়া থেকে হাজারেরও বেশি বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবপাচার বন্ধে ব্যাপক প্রচার, সঠিক তথ্যপ্রবাহ ও দালালচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লিবিয়া থেকে ফেরত এসেছে ১৫৮ বাংলাদেশি

সর্বশেষ আপডেট ১১:৩৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করেন অনেক বাংলাদেশি। কিন্তু বৈধ পথে সফল না হয়ে বিপজ্জনক ও অবৈধ পথ বেছে নিয়ে অনেকেই আটকে পড়েন উত্তর আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ লিবিয়ায়। নানা প্রতিকূলতার মুখে পড়ে মানবপাচারকারীদের হাতে নিপীড়নের শিকার হন তারা। এবার তেমনই লিবিয়ায় আটকে পড়া ১৫৮ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে সরকার।

লিবিয়ার রাজধানী ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক থাকা এসব বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ দূতাবাস, লিবিয়া জানিয়েছে, ১৬ জুন স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ত্রিপলীর মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আইওএম ভাড়া করা বুরাক এয়ারের বিশেষ ফ্লাইট (UZ222) ঢাকার উদ্দেশে রওনা দেয়। ফ্লাইটটি ১৭ জুন ভোর ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বাংলাদেশ দূতাবাস জানায়, দীর্ঘদিন ধরে আটকে থাকা এসব অভিবাসীকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজ করতে তারা স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএম-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। দূতাবাসের কর্মকর্তারা ত্রিপলীতে নিজে উপস্থিত থেকে ডিটেনশন ক্যাম্পে থাকা বাংলাদেশিদের তথ্য যাচাই ও নথিপত্র নিশ্চিত করেন।

অবৈধ পথে ইউরোপগামী বাংলাদেশিদের জন্য লিবিয়া একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে আটকে পড়া বাংলাদেশিদের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। এদের অনেকেই পাচারকারীদের হাতে নির্যাতনের শিকার হন, জিম্মি হয়ে মুক্তিপণের জন্য পরিবার থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের ঘটনাও ঘটে।

বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় এখন পর্যন্ত বিভিন্ন সময় লিবিয়া থেকে হাজারেরও বেশি বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবপাচার বন্ধে ব্যাপক প্রচার, সঠিক তথ্যপ্রবাহ ও দালালচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।