ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৪৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / 83

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি। লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় এই প্রত্যাবাসন সম্পন্ন হয়। সোমবার (১ ডিসেম্বর) ভোর ৬টায় বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা দেশে পৌঁছান।

প্রত্যাবাসিতদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন এবং মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় সেখানে ছিলেন। অনেকেই লিবিয়ায় অবস্থানকালে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। পাশাপাশি, জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনুরোধ করা হয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যাবাসিত প্রত্যেককে পথখরচা, খাদ্য সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করে। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টার থেকে বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরানোর কাজ এখনও চলমান, যা পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়াস্থ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি

সর্বশেষ আপডেট ০৬:৪৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি। লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় এই প্রত্যাবাসন সম্পন্ন হয়। সোমবার (১ ডিসেম্বর) ভোর ৬টায় বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা দেশে পৌঁছান।

প্রত্যাবাসিতদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন এবং মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় সেখানে ছিলেন। অনেকেই লিবিয়ায় অবস্থানকালে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। পাশাপাশি, জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনুরোধ করা হয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যাবাসিত প্রত্যেককে পথখরচা, খাদ্য সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করে। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টার থেকে বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরানোর কাজ এখনও চলমান, যা পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়াস্থ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে।