লাঙল নিয়ে জাতীয় পার্টিতে তিন পক্ষের টানাটানি
- সর্বশেষ আপডেট ০৮:০০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / 93
জাতীয় পার্টির (জাপা) নির্বাচনী প্রতীক লাঙলকে কেন্দ্র করে দলের মধ্যে আবারও দ্বন্দ্ব দেখা দিয়েছে। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন একটি গোষ্ঠী লাঙলের বৈধ মালিক হওয়া দাবি করেছে। তাদের বক্তব্য, কাউন্সিলে নির্বাচিত হওয়ার কারণে তিনিই বৈধ নেতা, তাই জি এম কাদের নয়, তাদের পক্ষের জাপার লাঙল প্রতীক পাওয়ার অধিকার রয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) গুলশানে সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম এই দাবি করেন। অন্যদিকে, জি এম কাদেরের নেতৃত্বাধীন দল এই দাবিকে নাকচ করেছে। মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, “জি এম কাদেরই বৈধ চেয়ারম্যান এবং তিনি ছাড়া কাউন্সিল ডাকতে কেউ পারবে না। তাই লাঙল প্রতীকও তারই অধীনে রয়েছে।”
জাতীয় পার্টির লাঙল নিয়ে ইতিমধ্যেই একাধিকবার দ্বন্দ্ব হয়েছে। ১৯৯৯ সালে হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন দল ভেঙে গেলে আনোয়ার হোসেন মঞ্জু প্রতীকটির দাবি করেছিলেন, তবে আদালতের রায়ে তা এরশাদেরই অরক্ষিত থাকে। ২০২৩ সালের সংসদীয় উপনির্বাচনের সময় রওশন এরশাদও নিজের মনোনীত প্রার্থীকে লাঙল প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন।
আনিসুল ইসলাম উল্লেখ করেন, ৯ আগস্ট দলের কাউন্সিল হয়ে তারা চেয়ারম্যান ও মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন এবং সকল নথি নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, “গঠনতন্ত্র অনুযায়ী আমাদের দলই বৈধ, তাই লাঙল প্রতীকের একমাত্র দাবিদার আমরা।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাপার জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এবং কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।
































