ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লটারিতেই স্কুলে ভর্তি

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ০৬:০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / 132

প্রতীকী ছবি

শিক্ষকদের আপত্তি সত্ত্বেও আগামী শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ে লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত বহাল রেখেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। শিগগিরই এ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করবে মন্ত্রণালয়।

শিক্ষা বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এবারও লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত হয়েছে। তবে লটারি প্রথা বাতিল করা একটি বড় ব্যাপার। এই ধরনের সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকারই নিতে পারে। তাই বিদ্যমান পদ্ধতিই বহাল রাখা হয়েছে।

এর আগে, সরকারি স্কুলের শিক্ষকরা লটারির বদলে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা পুনর্বহালের দাবি জানিয়ে আসছিলেন। গত সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) শিক্ষা সচিবের কাছে লিখিতভাবে এই আবেদন জানায়।

তবে শিক্ষকদের এই দাবির সঙ্গে একমত নয় অভিভাবক ঐক্য ফোরাম। তারা লটারির মাধ্যমেই ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে বলে মনে করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লটারিতেই স্কুলে ভর্তি

সর্বশেষ আপডেট ০৬:০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

শিক্ষকদের আপত্তি সত্ত্বেও আগামী শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ে লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত বহাল রেখেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। শিগগিরই এ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করবে মন্ত্রণালয়।

শিক্ষা বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এবারও লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত হয়েছে। তবে লটারি প্রথা বাতিল করা একটি বড় ব্যাপার। এই ধরনের সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকারই নিতে পারে। তাই বিদ্যমান পদ্ধতিই বহাল রাখা হয়েছে।

এর আগে, সরকারি স্কুলের শিক্ষকরা লটারির বদলে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা পুনর্বহালের দাবি জানিয়ে আসছিলেন। গত সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) শিক্ষা সচিবের কাছে লিখিতভাবে এই আবেদন জানায়।

তবে শিক্ষকদের এই দাবির সঙ্গে একমত নয় অভিভাবক ঐক্য ফোরাম। তারা লটারির মাধ্যমেই ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে বলে মনে করে।