লক্ষ্মীপুরে বাস কাউন্টারে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ১৬
- সর্বশেষ আপডেট ১১:৩৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / 142
লক্ষ্মীপুরে বাস কাউন্টার নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের ঝুমুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের প্রায় ১৬ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে মিজান মোল্লা, জাহাঙ্গীর, দিপু, ফরহাদ ও শুভ রয়েছে। মেডিকেল অফিসার অরুপ পাল জানান, আহতদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পৌর ১০নং ওয়ার্ডের মিজান মোল্লা বলেন, এলাকার ছোট ভাইদের মধ্যে দুই গ্রুপ বাস কাউন্টারের আধিপত্য নিয়ে বিতণ্ডায় জড়িয়ে পড়ে। রাত সাড়ে ৮টার দিকে ঝুমুর ও মটকা মসজিদ এলাকায় দুই দফায় সংঘর্ষ হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল মোন্নাফ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
































