ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে জুলাই শহীদ পরিবারে আর্থিক অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
  • সর্বশেষ আপডেট ১২:৪৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 225

লক্ষ্মীপুরে জুলাই শহীদ পরিবারে আর্থিক অনুদান প্রদান

লক্ষ্মীপুরে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার ১৭টি শহীদ পরিবারকে প্রত্যেককে ২ লক্ষ টাকা করে মোট ৩৪ লক্ষ টাকার এ অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার আখতার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার তাঁর বক্তব্যে বলেন, “গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি জাতির ঋণ চিরকালের জন্য। তাঁদের পরিবারের প্রতি সরকারের এই সহায়তা কেবল একটি আর্থিক অনুদান নয়, বরং এটি তাঁদের আত্মত্যাগের প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতার প্রতিফলন।”

অনুষ্ঠান শেষে শহীদ পরিবারের সদস্যরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য আরও উদ্যোগ নেওয়ার দাবি জানান।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লক্ষ্মীপুরে জুলাই শহীদ পরিবারে আর্থিক অনুদান প্রদান

সর্বশেষ আপডেট ১২:৪৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

লক্ষ্মীপুরে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার ১৭টি শহীদ পরিবারকে প্রত্যেককে ২ লক্ষ টাকা করে মোট ৩৪ লক্ষ টাকার এ অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার আখতার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার তাঁর বক্তব্যে বলেন, “গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি জাতির ঋণ চিরকালের জন্য। তাঁদের পরিবারের প্রতি সরকারের এই সহায়তা কেবল একটি আর্থিক অনুদান নয়, বরং এটি তাঁদের আত্মত্যাগের প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতার প্রতিফলন।”

অনুষ্ঠান শেষে শহীদ পরিবারের সদস্যরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য আরও উদ্যোগ নেওয়ার দাবি জানান।