লক্ষ্মীপুরে ইয়াবা-বিদেশি মদসহ আটক ১
- সর্বশেষ আপডেট ১১:৩৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / 40
লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবা ও বিদেশি মদসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি টিম লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকায় অভিযান চালায়। এ সময় ধৃত আসামির নিজ পরিচালিত প্রতিষ্ঠান মেসার্স সরকার মেডিকেল-এর ভেতর থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন- মাধব সরকার (৩৮)। তিনি মৃত সুদেব সরকারের ছেলে এবং ছায়ারানী সরকারের সন্তান। তার বাড়ি লক্ষ্মীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ এলাকায়। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা এবং বিদেশি মদ, ৭৫০ মিলিলিটারের ৫ বোতল ও ৩৭৫ মিলিলিটারের ৯ বোতল উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক ও মদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ধৃত আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।


































