ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
উখিয়ার কুতুপালং

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক, উখিয়া
  • সর্বশেষ আপডেট ০৩:০৬:২০ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / 153

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ নারী আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক সদৃশ বস্তুসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন)।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই-ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এহসানুল হকের স্ত্রী শ্রাবণী ওরফে সাবু (৪০) কে আটক করা হয়। তার কাছ থেকে ২টি ওয়ান শুটার গান, ৮ রাউন্ড কার্তুজ এবং ৫টি ককটেল বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন বলেন, “রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও বিস্ফোরক মজুদের মতো ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড যেকোনো মূল্যে প্রতিহত করা হবে। ১৪ এপিবিএন সবসময় আইন-শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

উখিয়ার কুতুপালং

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ নারী আটক

সর্বশেষ আপডেট ০৩:০৬:২০ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক সদৃশ বস্তুসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন)।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই-ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এহসানুল হকের স্ত্রী শ্রাবণী ওরফে সাবু (৪০) কে আটক করা হয়। তার কাছ থেকে ২টি ওয়ান শুটার গান, ৮ রাউন্ড কার্তুজ এবং ৫টি ককটেল বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন বলেন, “রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও বিস্ফোরক মজুদের মতো ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড যেকোনো মূল্যে প্রতিহত করা হবে। ১৪ এপিবিএন সবসময় আইন-শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”