শিরোনাম
পররাষ্ট্র সচিব ড. মোহাম্মাদ নজরুল ইসলাম
রোহিঙ্গা ইস্যু সমাধান পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশ
কূটনৈতিক প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০২:০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / 77
পররাষ্ট্র সচিব ড. মোহাম্মাদ নজরুল ইসলাম বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধান শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নয়; এটি দেশের পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশ। এই মন্তব্য তিনি শনিবার (২০ সেপ্টেম্বর) পিআইবি ও অক্সফামের যৌথ আয়োজনে “শিরোনামের বাইরে নতুন চোখে রোহিঙ্গা সংকট” শীর্ষক সিম্পোজিয়ামে করেন।
ড. নজরুল ইসলাম বলেন, রোহিঙ্গা সংকটের কারণে কক্সবাজার ও মহেশখালী এলাকায় বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। তাই এই ইস্যুতে জাতিসংঘের আসন্ন হাই-লেভেল বৈঠকে গুরুত্বারোপ করা প্রয়োজন।
তিনি আরও জানান, বাংলাদেশ সবসময় সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করছে। সিম্পোজিয়ামের অন্য বক্তারা বলেন, ভূ-রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে বাংলাদেশ ছাড়াও এ অঞ্চলের অন্যান্য দেশের ভূমিকা গুরুত্বপূর্ণ।
Tag :


































