ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রোববারও চলবে এনবিআর কর্মকর্তাদের শাটডাউন

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 215

রোববারও চলবে এনবিআর কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার ও বর্তমান চেয়ারম্যানের অপসারণের দাবিতে রোববারও শাটডাউন ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি চলবে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ শনিবার (২৮ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয়। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এই কর্মসূচির আওতার বাইরে থাকবে।

সংস্কার পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার বলেন, বর্তমান এনবিআর চেয়ারম্যানকে দায়িত্বে রেখে রাজস্ব খাতে কোনো বাস্তব সংস্কার সম্ভব নয়। তিনি একটি নির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন বলে অভিযোগ করেন তিনি।

শনিবার আগারগাঁওয়ে এনবিআর প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় ‘কমপ্লিট শাটডাউন’ এবং ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি। সারা দেশের এনবিআর কর্মকর্তারা ঢাকায় এসে এই কর্মসূচিতে অংশ নেন।

রোববারও চলবে এনবিআর কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচি
রোববারও চলবে এনবিআর কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচি

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ২১ ও ২২ জুন কিছু কর্মকর্তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বদলি করা হয়েছে। আন্দোলনে নেতৃত্বদানকারী পাঁচজন আয়কর কর্মকর্তাকে ঢাকার বাইরে অপেক্ষাকৃত কম রাজস্ব আয়ের দপ্তরে স্ট্যান্ড রিলিজ করা হয়। এমনকি প্রাপ্য যোগদান সময় না দিয়ে পরদিনই নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়, যা চাকরির বিধির পরিপন্থী।

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিহিংসা ও সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। এ অবস্থায় কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রোববারও চলবে এনবিআর কর্মকর্তাদের শাটডাউন

সর্বশেষ আপডেট ০৮:৪৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার ও বর্তমান চেয়ারম্যানের অপসারণের দাবিতে রোববারও শাটডাউন ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি চলবে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ শনিবার (২৮ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয়। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এই কর্মসূচির আওতার বাইরে থাকবে।

সংস্কার পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার বলেন, বর্তমান এনবিআর চেয়ারম্যানকে দায়িত্বে রেখে রাজস্ব খাতে কোনো বাস্তব সংস্কার সম্ভব নয়। তিনি একটি নির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন বলে অভিযোগ করেন তিনি।

শনিবার আগারগাঁওয়ে এনবিআর প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় ‘কমপ্লিট শাটডাউন’ এবং ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি। সারা দেশের এনবিআর কর্মকর্তারা ঢাকায় এসে এই কর্মসূচিতে অংশ নেন।

রোববারও চলবে এনবিআর কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচি
রোববারও চলবে এনবিআর কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচি

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ২১ ও ২২ জুন কিছু কর্মকর্তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বদলি করা হয়েছে। আন্দোলনে নেতৃত্বদানকারী পাঁচজন আয়কর কর্মকর্তাকে ঢাকার বাইরে অপেক্ষাকৃত কম রাজস্ব আয়ের দপ্তরে স্ট্যান্ড রিলিজ করা হয়। এমনকি প্রাপ্য যোগদান সময় না দিয়ে পরদিনই নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়, যা চাকরির বিধির পরিপন্থী।

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিহিংসা ও সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। এ অবস্থায় কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।