ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রোনালদোর রেকর্ডের রাতে বিশ্বকাপ নিশ্চিতের অপেক্ষায় পর্তুগাল

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৩৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / 97

রোনালদোর রেকর্ডের রাতে বিশ্বকাপ নিশ্চিতের অপেক্ষায় পর্তুগাল

হাঙ্গেরির বিপক্ষে দুর্দান্ত জোড়া গোল করে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতার একক রেকর্ড নিজের করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তার এই রেকর্ডের রাতেও জয় ধরা দেয়নি পর্তুগালের। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ইউরোপীয় বাছাইপর্বের ‘এফ’ গ্রুপে হাঙ্গেরির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা।

ম্যাচটি জিতলেই ইংল্যান্ডের পর ইউরোপ থেকে দ্বিতীয় দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারত রোনালদোর পর্তুগাল। তবে শেষ মুহূর্তের হাঙ্গেরি গোল সেই অপেক্ষা বাড়িয়ে দিয়েছে।

এই ম্যাচে রোনালদো পঞ্চাশতম বাছাইপর্বের গোল করে ইতিহাস গড়েন। এতদিন পর্যন্ত তিনি ৩৯ গোল নিয়ে গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইজের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করে রোনালদো এখন এককভাবে সর্বোচ্চ গোলদাতা।

এই দুই গোলে আন্তর্জাতিক ফুটবলে তার মোট গোলের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার পেশাদার ক্যারিয়ারের মোট গোল এখন ৯৪৮।

ম্যাচের অষ্টম মিনিটে প্রথমে এগিয়ে যায় হাঙ্গেরি, গোল করেন অ্যাটিলা সালাই। তবে ২১ মিনিটে নেলসন সেমেদোর পাস থেকে গোল করে সমতায় ফেরান রোনালদো। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে নুনো মেন্ডিসের ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

দ্বিতীয়ার্ধে ম্যাচের পুরো সময় নিয়ন্ত্রণে রাখলেও শেষ মুহূর্তে হাঙ্গেরির দমিনিক সোবোসলাইয়ের গোলে সমতায় ফেরে ম্যাচ। ফলে ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় রোনালদোদের।

ড্রয়ের ফলে বিশ্বকাপ নিশ্চিতের জন্য পর্তুগালকে আরও কিছুটা অপেক্ষা করতে হবে। তবে রোনালদোর এই রেকর্ড গড়া রাতটি ফুটবল ইতিহাসে নতুন মাইলফলক হিসেবে জায়গা করে নিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রোনালদোর রেকর্ডের রাতে বিশ্বকাপ নিশ্চিতের অপেক্ষায় পর্তুগাল

সর্বশেষ আপডেট ১০:৩৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

হাঙ্গেরির বিপক্ষে দুর্দান্ত জোড়া গোল করে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতার একক রেকর্ড নিজের করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তার এই রেকর্ডের রাতেও জয় ধরা দেয়নি পর্তুগালের। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ইউরোপীয় বাছাইপর্বের ‘এফ’ গ্রুপে হাঙ্গেরির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা।

ম্যাচটি জিতলেই ইংল্যান্ডের পর ইউরোপ থেকে দ্বিতীয় দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারত রোনালদোর পর্তুগাল। তবে শেষ মুহূর্তের হাঙ্গেরি গোল সেই অপেক্ষা বাড়িয়ে দিয়েছে।

এই ম্যাচে রোনালদো পঞ্চাশতম বাছাইপর্বের গোল করে ইতিহাস গড়েন। এতদিন পর্যন্ত তিনি ৩৯ গোল নিয়ে গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইজের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করে রোনালদো এখন এককভাবে সর্বোচ্চ গোলদাতা।

এই দুই গোলে আন্তর্জাতিক ফুটবলে তার মোট গোলের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার পেশাদার ক্যারিয়ারের মোট গোল এখন ৯৪৮।

ম্যাচের অষ্টম মিনিটে প্রথমে এগিয়ে যায় হাঙ্গেরি, গোল করেন অ্যাটিলা সালাই। তবে ২১ মিনিটে নেলসন সেমেদোর পাস থেকে গোল করে সমতায় ফেরান রোনালদো। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে নুনো মেন্ডিসের ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

দ্বিতীয়ার্ধে ম্যাচের পুরো সময় নিয়ন্ত্রণে রাখলেও শেষ মুহূর্তে হাঙ্গেরির দমিনিক সোবোসলাইয়ের গোলে সমতায় ফেরে ম্যাচ। ফলে ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় রোনালদোদের।

ড্রয়ের ফলে বিশ্বকাপ নিশ্চিতের জন্য পর্তুগালকে আরও কিছুটা অপেক্ষা করতে হবে। তবে রোনালদোর এই রেকর্ড গড়া রাতটি ফুটবল ইতিহাসে নতুন মাইলফলক হিসেবে জায়গা করে নিয়েছে।