ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রিয়াদের বাসা থেকে ২ কোটি টাকার চেক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / 247

রিয়াদের বাসা থেকে ২ কোটি টাকার চেক উদ্ধার

ঢাকার নাখালপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৃহিষ্কৃত কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের বাসায় অভিযান চালিয়ে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। গুলশানে এক সাবেক এমপির বাড়িতে চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে রিয়াদও ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান বুধবার (৩০ জুলাই) এক সংবাদ সম্মেলনে জানান, ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যে এসব চেক উদ্ধার করা হয়। কলাবাগান থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে।

ডিএমপি জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় পরিচালিত সাঁড়াশি অভিযানে রাজধানী থেকে ১৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চাঁদাবাজির এই ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে রয়েছেন, ইব্রাহিম হোসেন মুন্না (ঢাকা মহানগর শাখার আহ্বায়ক), মো. সিয়াম, সাদমান সাদাব, আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য) এবং আমিনুল ইসলাম।

গত ২৬ জুলাই সন্ধ্যায় গুলশান ৮৩ নম্বর রোডের একটি বাড়িতে ১০ লাখ টাকা গ্রহণের পর আরও ৪০ লাখ টাকা দাবি করার সময় পাঁচজন হাতেনাতে ধরা পড়েন। ঘটনার পর তিনজনকে বহিষ্কার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মামলা অনুসারে, চারজন বর্তমানে ৭ দিনের রিমান্ডে রয়েছে এবং তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রিয়াদের বাসা থেকে ২ কোটি টাকার চেক উদ্ধার

সর্বশেষ আপডেট ০২:০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

ঢাকার নাখালপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৃহিষ্কৃত কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের বাসায় অভিযান চালিয়ে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। গুলশানে এক সাবেক এমপির বাড়িতে চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে রিয়াদও ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান বুধবার (৩০ জুলাই) এক সংবাদ সম্মেলনে জানান, ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যে এসব চেক উদ্ধার করা হয়। কলাবাগান থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে।

ডিএমপি জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় পরিচালিত সাঁড়াশি অভিযানে রাজধানী থেকে ১৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চাঁদাবাজির এই ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে রয়েছেন, ইব্রাহিম হোসেন মুন্না (ঢাকা মহানগর শাখার আহ্বায়ক), মো. সিয়াম, সাদমান সাদাব, আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য) এবং আমিনুল ইসলাম।

গত ২৬ জুলাই সন্ধ্যায় গুলশান ৮৩ নম্বর রোডের একটি বাড়িতে ১০ লাখ টাকা গ্রহণের পর আরও ৪০ লাখ টাকা দাবি করার সময় পাঁচজন হাতেনাতে ধরা পড়েন। ঘটনার পর তিনজনকে বহিষ্কার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মামলা অনুসারে, চারজন বর্তমানে ৭ দিনের রিমান্ডে রয়েছে এবং তদন্ত চলছে।