ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাহুল গান্ধীকে কটাক্ষ করে তোপের মুখে অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৪৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / 114

রাহুল গান্ধীকে কটাক্ষ করে তোপের মুখে অমিত শাহ

বিহারের নির্বাচনী প্রেক্ষাপটে ছটপূজা উদযাপনকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছটপূজা উদযাপন নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তোপের মুখে পড়েছেন। অমিত শাহ রাহুলকে খোঁচা দিয়ে বলেছেন, “ওর মামাবাড়ির দিকটা তো ইতালিতে। ভারতীয় সংস্কৃতিকে সম্মান জানাতে শেখেনি।”

এই বিতর্কের সূত্রপাত ঘটে প্রধানমন্ত্রী মোদির দিল্লিতে সূর্য প্রণামের পরিকল্পনা ঘিরে। যমুনার দূষণ এড়াতে তার জন্য তৈরি করা হয়েছিল একটি কৃত্রিম জলাশয়, যা বিরোধীরা ‘নকল যমুনা’ হিসেবে আখ্যায়িত করেছেন।

প্রকাশিত খবরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিরোধীরা অভিযোগ করেছেন, যেখানে সাধারণ মানুষ দূষিত যমুনার পানিতে গোসল করছেন, সেখানে প্রধানমন্ত্রী নিজ জন্য আলাদা পুলের ব্যবস্থা করেছেন।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, “প্রধানমন্ত্রী ছটপূজার অপমান করেছেন। ভোটের জন্য যেকোনো কিছু করতে পারেন। যদি বলা হয়, মঞ্চে নাচলে ভোট পাবেন, তিনিও সেটাই করবেন।”

বিজেপি এই বক্তব্যকে ‘ছটি মাইয়া’র প্রতি অসম্মান হিসেবে ব্যাখ্যা করেছে। অমিত শাহ সাংবাদিক সম্মেলনে বলেন, “রাহুল বলছেন প্রধানমন্ত্রী নাটক করছেন। আসলে ওর শিকড় ইতালিতে। তাই ভারতীয় সংস্কৃতির মানে বোঝে না।”

শাহের মন্তব্য ভাইরাল হতেই দেশজুড়ে সমালোচনা শুরু হয়। রাজনৈতিক বিশ্লেষক প্রভাত চট্টোপাধ্যায় বলেন, “এটা কেবল রাজনৈতিক মন্তব্য নয়, সংস্কৃতিকে ব্যক্তিগত পরিচয়ের সঙ্গে মিশিয়ে দেওয়ার বিপজ্জনক প্রবণতা। অমিত শাহের মতো পদাধিকারী যদি এমন মন্তব্য করেন, সাধারণ মানুষও বিভ্রান্ত হয়।”

অর্থনীতিবিদ ও বিশ্লেষক অমর সিং মন্তব্য করেন, “বিহারের ভোটে ধর্মীয় আবেগ বড় ফ্যাক্টর। বিজেপি সেই আবেগ কাজে লাগাতে চাচ্ছে। কিন্তু একজন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত শিকড় নিয়ে কটাক্ষ করলে তা রাজনৈতিক মর্যাদার পরিপন্থি।”

রাহুল গান্ধীর পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসেছে। কংগ্রেসের মুখপাত্র পবন খেরা বলেন, “অমিত শাহ নিজের রাজনৈতিক দুর্বলতা ঢাকতেই এমন ভাষা ব্যবহার করেছেন। সরকার যমুনাকে দূষণমুক্ত করতে ব্যর্থ, তখন সেই ব্যর্থতা ঢাকতে ছটপুজোকে ঢাল করা হচ্ছে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাহুল গান্ধীকে কটাক্ষ করে তোপের মুখে অমিত শাহ

সর্বশেষ আপডেট ০১:৪৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

বিহারের নির্বাচনী প্রেক্ষাপটে ছটপূজা উদযাপনকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছটপূজা উদযাপন নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তোপের মুখে পড়েছেন। অমিত শাহ রাহুলকে খোঁচা দিয়ে বলেছেন, “ওর মামাবাড়ির দিকটা তো ইতালিতে। ভারতীয় সংস্কৃতিকে সম্মান জানাতে শেখেনি।”

এই বিতর্কের সূত্রপাত ঘটে প্রধানমন্ত্রী মোদির দিল্লিতে সূর্য প্রণামের পরিকল্পনা ঘিরে। যমুনার দূষণ এড়াতে তার জন্য তৈরি করা হয়েছিল একটি কৃত্রিম জলাশয়, যা বিরোধীরা ‘নকল যমুনা’ হিসেবে আখ্যায়িত করেছেন।

প্রকাশিত খবরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিরোধীরা অভিযোগ করেছেন, যেখানে সাধারণ মানুষ দূষিত যমুনার পানিতে গোসল করছেন, সেখানে প্রধানমন্ত্রী নিজ জন্য আলাদা পুলের ব্যবস্থা করেছেন।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, “প্রধানমন্ত্রী ছটপূজার অপমান করেছেন। ভোটের জন্য যেকোনো কিছু করতে পারেন। যদি বলা হয়, মঞ্চে নাচলে ভোট পাবেন, তিনিও সেটাই করবেন।”

বিজেপি এই বক্তব্যকে ‘ছটি মাইয়া’র প্রতি অসম্মান হিসেবে ব্যাখ্যা করেছে। অমিত শাহ সাংবাদিক সম্মেলনে বলেন, “রাহুল বলছেন প্রধানমন্ত্রী নাটক করছেন। আসলে ওর শিকড় ইতালিতে। তাই ভারতীয় সংস্কৃতির মানে বোঝে না।”

শাহের মন্তব্য ভাইরাল হতেই দেশজুড়ে সমালোচনা শুরু হয়। রাজনৈতিক বিশ্লেষক প্রভাত চট্টোপাধ্যায় বলেন, “এটা কেবল রাজনৈতিক মন্তব্য নয়, সংস্কৃতিকে ব্যক্তিগত পরিচয়ের সঙ্গে মিশিয়ে দেওয়ার বিপজ্জনক প্রবণতা। অমিত শাহের মতো পদাধিকারী যদি এমন মন্তব্য করেন, সাধারণ মানুষও বিভ্রান্ত হয়।”

অর্থনীতিবিদ ও বিশ্লেষক অমর সিং মন্তব্য করেন, “বিহারের ভোটে ধর্মীয় আবেগ বড় ফ্যাক্টর। বিজেপি সেই আবেগ কাজে লাগাতে চাচ্ছে। কিন্তু একজন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত শিকড় নিয়ে কটাক্ষ করলে তা রাজনৈতিক মর্যাদার পরিপন্থি।”

রাহুল গান্ধীর পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসেছে। কংগ্রেসের মুখপাত্র পবন খেরা বলেন, “অমিত শাহ নিজের রাজনৈতিক দুর্বলতা ঢাকতেই এমন ভাষা ব্যবহার করেছেন। সরকার যমুনাকে দূষণমুক্ত করতে ব্যর্থ, তখন সেই ব্যর্থতা ঢাকতে ছটপুজোকে ঢাল করা হচ্ছে।”